ODI World Cup 2023: প্রথম দশে তিন ভারতীয়, চলতি বিশ্বকাপে সর্বাধিক ডট বল করেছেন এই বোলাররা
ম্যাট হেনরি সাম্প্রতিক সময়ের সেরা ওয়ান ডে বোলারদের অন্যতম। তিনি মেগা টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৮১টি ডট বল করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহেনরির থেকে এক বল বেশি, ১৮২টি ডট বল করেছেন কুলদীপ যাদব।
রবীন্দ্র জাডেজা এখনও পর্যন্ত বিশ্বকাপে ১৮৬টি ডট বল করেছেন।
জাডেজার আগে রয়েছেন তাঁরই সিএসকে সতীর্থ তথা নিউজ়িল্যান্ড তারকা বোলর মিচেল স্যান্টনার। কিউয়ি স্পিনার মোট ১৮৯টি বল ডট করেছেন।
বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক মেডেন ওভার বল করেছেন আরিয়ান দত্ত। নেদারল্যান্ডসের স্পিনারের বিরুদ্ধে ১৯২টি বলে কোনও রান করতে পারেননি ব্যাটাররা।
তালিকায় পঞ্চম স্থানেও রয়েছেন একজন স্পিনার। তিনি কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকান স্পিনার ২০৯টি ডট বল করেছেন।
আরেক প্রোটিয়া তারকা মার্কো জানসেন রয়েছেন চারে। জানসেনের বিরুদ্ধে ব্যাটাররা ২১৩ বলে কোনও রান করতে পারেননি।
বিশ্বের নতুন এক নম্বর ওয়ান ডে বোলার শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধ ব্য়াটাররা ২১৭ বলে রান করতে পারেননি।
তালিকায় তৃতীয় তথা শেষ ভারতীয় যশপ্রীত বুমরা। তারকা ফাস্ট বোলার ২১৯ টি ডট বল করেছেন।
সবার শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। তারকা কিউয়ি ফাস্ট বোলার ২২৫টি ডট বল করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -