Mohammed Amir: ম্য়াচ ফিক্সিং, দীর্ঘ নির্বাসন, দু-দুবার অবসর, আলো-আঁধারি মহম্মদ আমিরের কেরিয়ার
মহম্মদ আমির। পাকিস্তান ক্রিকেটের এক বর্ণময় চরিত্র বলাই চলে। একাধিক ঘাত প্রতিঘাত তাঁর কেরিয়ারে। ৩২ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আমির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেরিয়ারের শুরুর দিকেই ম্য়াচ ফিক্সিং বিতর্কে জড়িয়েছিলেন মাত্র ১৬ বছর বয়সে। এরপর পাঁচ বছর নির্বাসন কাটিয়ে ফের ক্রিকেটে ফেরেন পাকিস্তানের এই তারকা ফাস্ট বোলার।
২০২০ সালে পিসিবির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। যার জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে একবার বিদায় জানিয়েছিলেন। কিন্তু পরে যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য ফের ফিরে এসেছিলেন দলে।
আমিরকে একটা সময় আক্রম, ওয়াকার, শোয়েব পরবর্তী জমানার সেরা পাক পেসার মনে করা হত। কিন্তু ম্য়াচ ফিক্সিংয়ে জড়িয়ে নিজের ক্রিকেট কেরিয়ারের সর্বনাশ ডেকে আনেন তিনি নিজেই।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি। দেশের জার্সিতে তিন ফর্ম্যাট মিলিয়ে ১৫৯টি ম্যাচে মোট ২৭১টি উইকেট নিয়েছেন মহম্মদ আমির।
সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে আমির লেখেন, 'আমি অনেক ভেবেচিন্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি। এই সিদ্ধান্তগুলি কোনও সময়ই সহজ নয়, তবে অবশ্যম্ভাবী। আমার মনে হয় পরবর্তী প্রজন্মের এগিয়ে এসে পাকিস্তান ক্রিকেটকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার এটাই সঠিক সময়।'''
আমির আরও যোগ করেন, 'দেশের প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সবসময়ই সবথেকে গৌরবের ছিল এবং থাকবে। আমি পিসিবি, আমার পরিবার ও বন্ধুবান্ধদের তো ধন্যবাদ জানাতে চাইই, তবে আমার সমর্থকরা আমায় যে ভালবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য তাঁদের কাছে আমি সবথেকে বেশি কৃতজ্ঞ।'
আমির অবসর নেওয়ার কিছুক্ষণ আগেই অবসর নিয়েছেন আরেক পাক তারকা ইমাদ ওয়াসিম। তিনিও ২০২০ সালের পর একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -