Indian Cricket Team: ভারতীয় দলের হয়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কারা?
ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই এক বিশেষ মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০টি ম্যাচ খেলার কৃতিত্ব গড়লেন বিরাট কোহলি।
দেড় দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিরাট কোহলি। তাঁর দখলে রয়েছে ২৫ হাজারের অধিক আন্তর্জাতিক রান করার কৃতিত্ব।
মাইলফলক ম্যাচের আগে কোহলির প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। কোহলির মতো ক্রিকেটার তরুণদের অনুপ্রেরণা। এইরকম ক্রিকেটার দলে থাকলে কোচেদের কাজ সহজ হয়ে যায় বলেই দাবি দ্রাবিড়ের। তবে কোহলি আরও অনেকদিন খেলবেন বলেই মনে করছেন দ্রাবিড়।
দ্রাবিড় কিন্তু নিজেও ভারতের হয়ে ৫০০-র অধিক ম্যাচ খেলেছেন। তাঁর দখলে ভারতের হয়ে ৫০৪ ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে।
ভারতের হয়ে তাঁর সময়ে উপলব্ধ সমস্ত আইসিসি ট্রফি জিতেছেন মহেন্দ্র সিংহ ধোনি। তাঁকে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করেন অনেকেই।
ধোনিও ভারতের হয়ে তিন ফর্ম্যাট মিলিয়ে ৫০০-র অধিক ম্যাচ খেলেছেন। ধোনি ভারতের হয়ে ৫৩৫ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।
মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সিংহভাগ ব্যাটিং রেকর্ডই তাঁর দখলে।
দুই দশকের অধিক সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করা 'মাস্টার ব্লাস্টার'ই ভারতের হয়ে সর্বাধিক ৬৬৪টি ম্যাচ খেলেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -