R Ashwin: ঘরের মাঠে অশ্বিন জাদু, বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে একগুচ্ছ রেকর্ড তারকা অলরাউন্ডারের
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮০ রানের বিরাট ব্যবধানে জয় পায় ভারত। ম্যাচে ১১৩ রান ও ছয়টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আর অশ্বিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিপকে বল হাতে অশ্বিন তাঁর কেরিয়ারের ২৭তম পাঁচ উইকেট হল। এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে তিনি শ্যেন ওয়ার্নের কৃতিত্বে ভাগ বসালেন। একমাত্র মুরলিধরনই টেস্ট ইতিহাসে অশ্বিনের থেকে অধিকবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন।
দিনকয়েক আগেই ৩৯-এ পা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের তারকা। ৩৮ বছর পাঁচ দিনে অশ্বিন নিলেন এক ইনিংসে পাঁচ উইকেট। এত বয়সে আর কোনও ভারতীয় ক্রিকেটারের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব নেই।
তিনি এই নিয়ে কিংবদন্তি ওয়ার্ন এবং মুরলিধরনের সঙ্গে যুগ্মভাবে সপ্তমবার চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিলেন। রঙ্গনা হেরথের পর যুগ্মভাবে এটাই দ্বিতীয় সর্বোচ্চ।
চতুর্থ ইনিংসে ৯৯টি উইকেট নিয়ে ফেললেন অশ্বিন। এটা ভারতীয় হিসাবে কিন্তু রেকর্ড। তিনি ৯৪টি উইকেট নেওয়া কিংবদন্তি অনিল কুম্বলকে পিছনে ফেললেন।
এই নিয়ে চার বার এক টেস্টে সেঞ্চুরি এবং ওই টেস্টেই ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। ইয়ান বোথাম বাদে আর কেউ অশ্বিনের থেকে বেশিবার এই কৃতিত্ব গড়েননি।
প্রবীণতম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব গড়লেন অশ্বিন। এর আগে পলি উমরিগার ১৯৬২ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩৬ বছর সাত দিনে এই কৃতিত্ব গড়া প্রবীণতম ক্রিকেটার ছিলেন।
এই নিয়ে চার বার এক টেস্টে সেঞ্চুরি এবং ওই টেস্টেই ইনিংসে পাঁচ উইকেট নিলেন অশ্বিন। ইয়ান বোথাম বাদে আর কেউ অশ্বিনের থেকে বেশিবার এই কৃতিত্ব গড়েননি।
এই জয়ের সুবাদেই টেস্ট ইতিহাসে প্রথমবার ভারতীয় দলের জয়ের সংখ্যা, দলের হারের সংখ্যার থেকে বেশি।
ভারতীয় দল টেস্টে ১৭৯টি ম্যাচ জিতে ফেলল। ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -