R Ashwin: ৯৯ টেস্টের পর সর্বাধিক উইকেটসংগ্রাহকদের তালিকায় কত নম্বরে রয়েছেন অশ্বিন?

ধর্মশালায় সব ঠিকঠাক থাকলে নিজের শততম টেস্ট খেলতে নামবেন আর অশ্বিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভারত তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বোলার অশ্বিন। তাঁর দখলে ৫০৭টি টেস্ট উইকেট রয়েছে। ৩৫ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।

তারকা অফস্পিনারের দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে। তিনিই কি ৯৯ টেস্টের পর সর্বাধিক উইকেটসংগ্রাহক?
উত্তর না। সেই কৃতিত্ব পড়শি দেশের কিংবদন্তি বোলার মুথাইয়া মুরলিধরনের দখলে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুরলিধরন ৫৮৪টি উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তারপরেই অশ্বিন।
মোট উইকেটসংগ্রাহকদের তালিকায় এগিয়ে থাকলেও, এই তালিকায় কিন্তু অনিল কুম্বলের থেকে এগিয়েই রয়েছেন অশ্বিন। কুম্বলে ৯৯টি টেস্টের পর ৪৭৮টি উইকেট নিয়েছিলেন।
তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন দুই কিংবদন্তি অস্ট্রেলিয়ান বোলার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন।
ম্যাকগ্রা ৯৯টি টেস্টের পর ৪৪৬টি উইকেট নিয়েছিলেন। সেখানে শেন ওয়ার্নের দখলে ছিল ৪৩৬ উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -