R Ashwin: ৯৯ টেস্টের পর সর্বাধিক উইকেটসংগ্রাহকদের তালিকায় কত নম্বরে রয়েছেন অশ্বিন?

IND vs ENG 5th Test: ধর্মশালায় ভারত-ইংল্যান্ডের পঞ্চম ম্যাচে মাঠে নামলেই নিজের শততম টেস্ট খেলে ফেলবেন আর অশ্বিন।

মাইলফলক টেস্টের আগে অনুশীলনে অশ্বিন (ছবি: পিটিআই)

1/8
ধর্মশালায় সব ঠিকঠাক থাকলে নিজের শততম টেস্ট খেলতে নামবেন আর অশ্বিন।
2/8
ভারত তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বোলার অশ্বিন। তাঁর দখলে ৫০৭টি টেস্ট উইকেট রয়েছে। ৩৫ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।
3/8
তারকা অফস্পিনারের দখলে একগুচ্ছ রেকর্ড রয়েছে। তিনিই কি ৯৯ টেস্টের পর সর্বাধিক উইকেটসংগ্রাহক?
4/8
উত্তর না। সেই কৃতিত্ব পড়শি দেশের কিংবদন্তি বোলার মুথাইয়া মুরলিধরনের দখলে।
5/8
টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুরলিধরন ৫৮৪টি উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। তারপরেই অশ্বিন।
6/8
মোট উইকেটসংগ্রাহকদের তালিকায় এগিয়ে থাকলেও, এই তালিকায় কিন্তু অনিল কুম্বলের থেকে এগিয়েই রয়েছেন অশ্বিন। কুম্বলে ৯৯টি টেস্টের পর ৪৭৮টি উইকেট নিয়েছিলেন।
7/8
তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন দুই কিংবদন্তি অস্ট্রেলিয়ান বোলার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন।
8/8
ম্যাকগ্রা ৯৯টি টেস্টের পর ৪৪৬টি উইকেট নিয়েছিলেন। সেখানে শেন ওয়ার্নের দখলে ছিল ৪৩৬ উইকেট।
Sponsored Links by Taboola