R Ashwin: বাংলাদেশের বিরুদ্ধেই একাধিক রেকর্ডের হাতছানি ৩৯-এ পা দেওয়া আর অশ্বিনের সামনে
ভারত তথা বর্তমান বিশ্বের সেরা বোলারদের মধ্যে আর অশ্বিনের নাম অবশ্যই আসবে। দেশের হয়ে ২৮১টি ম্যাচ খেলে ফেলেছেন তারকা অফস্পিনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দ্বিতীয় সফলতম বোলার আর অশ্বিন। তিনি আজ ৩৯-এ পা দিলেন।
ভারতের মাটিতে বিশেষ করে অশ্বিনের জুড়ি মেলা ভার। আসন্ন বাংলাদেশ সিরিজ়েও নিঃসন্দেহে তাঁর দিকে নজর থাকবেই।
ওপার বাংলার দলের বিরুদ্ধে সেই সিরিজ়েই কিন্তু একাধিক রেকর্ড গড়ে ফেলতে পারেন তারকা ভারতীয় বোলার।
ভারতের মাটিতে সব ফর্ম্যাট মিলিয়ে কিংবদন্তি অনিল কুম্বলে সর্বাধিক ৪৮৬টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের সিরিজ়ে অশ্বিন আর ২২টি উইকেট নিলেই সেই রেকর্ড ভেঙে ফেলবেন।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অশ্বিনের দখলেও এখনও পর্যন্ত মোট ২৩টি উইকেট রয়েছে। আর মাত্র নয়টি উইকেট নিলেই জাহির খানকে পিছনে ফেলে অশ্বিন দুই পড়শি দেশের লাল বলের ক্রিকেটে লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যাবেন।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও সর্বাধিক উইকেট শিকারি হতে পারেন অশ্বিন। তারকা ভারতীয় আপাতত জস হ্যাজেলউডের থেকে নয় উইকেট পিছিয়ে রয়েছেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিনের মোট ১০ বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। যুগ্মভাবে ন্যাথান লিয়ঁর সঙ্গে শীর্ষে তিনি। তবে আর একবার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেই তিনি এককভাবে এই কৃতিত্বে মালিক হয়ে যাবেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ারও হাতছানি রয়েছে অশ্বিনের সামনে। লিয়ঁর ১৮৭ উইকেটের থেকে ১৪টি উইকেট পিছিয়ে রয়েছেন অশ্বিন। ছবি- অশ্বিনের এক্স/পিটিআই/বিসিসিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -