Indian Cricket Team: ক্রিকেটার হিসাবে দুরন্ত রেকর্ড, টিম ইন্ডিয়াকে কোচিং করেও সাফল্য পেয়েছেন এই তারকারা
সদ্যই জাতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজারের অধিক রান। ২০টি শতরান। ক্রিকেটার হিসাবে গম্ভীরের পরিসংখ্যান কিন্তু এককথায় দারুণ। কিন্তু তিনি একা নন,ভারতের কোচ হওয়ার আগে ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক আঙিনা মাতিয়েছন আরও অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের ১১ বছরের কেরিয়ারে ভারতের হয়ে ৫৫টি টেস্ট খেলেছিলেন চন্দু বর্দে। ১৯৬৯ সালে তিনি অবসর ঘোষণা করেন। ১৯৮৮ সালে তিনি ভারতের কোচ হন।
কোচ হিসাবে ভারতীয় দলকে বিশ্বখেতাব জেতাতে পারেননি। তবে ক্রিকেটার হিসাবে কিন্তু বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে রবি শাস্ত্রীর দখলে। ১৯৮৩ সালের বিশ্বজয়ী দলের অংশ ছিলেন তিনি। ৮০ টি টেস্ট খেলা শাস্ত্রী লাল বলের ফর্ম্যাটে ৩৮৩০ রান এবং ১৫০ ওয়ান ডে খেলে তিন হাজারের অধিক রান করেছেন। পাশাপাশি দুই ফর্ম্যাট মিলিয়ে ২৫০-র অধিক উইকেটও নিয়েছেন তিনি।
শাস্ত্রীর তত্ত্বাবধানে ভারতীয় দল ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত খেলেছে। অজ়িদের ঘরের মাঠে দুইবার টেস্ট সিরিজ় জয় থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল সবই শাস্ত্রী জমানাই হয়েছিল।
ভারতের হয়ে ২০১৬ থেকে ২০১৭ সাল, খুবই কম সময় কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন অনিল কুম্বলে। ক্রিকেটার কুম্বলে কিন্তু সর্বকালের সেরাদের অন্যতম।
ভারতের হয়ে বল হাতে সর্বকালের সর্বাধিক ৬১৯টি টেস্ট উইকেট নিয়েছেন কুম্বলে। ওয়ান ডেতে তিনি নিয়েছেন ৩৩৭টি উইকেট। টেস্টে কুম্বলের দখলে শতরান হাঁকানোর কৃতিত্বও রয়েছে।
কুম্বলের আগে ভারতের হয়ে সর্বাধিক উইকেট নেওয়া ক্রিকেটারের নাম ছিল কপিল দেব। ১৯৮৩ সালের বিশ্বজয়ী দলের অধিনায়ক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের অন্যতম।
টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪টি উইকেট নিয়েছেন কপিল, ওয়ান ডেতে ২৩৫টি উইকেটের পাশাপাশি তাঁর দখলে রয়েছে ৩৫০০ রান করার কৃতিত্ব। কপিল দেবও কিন্তু টিম ইন্ডিয়াকে কোচিং করিয়েছেন। ১৯৯৯ সালের অক্টোবর থেকে ২০০০ সালের অগাস্ট মাস পর্যন্ত টিম ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন তিনি।
সবশেষে যার নাম না বললেই নয়, তিনি হলেন রাহুল দ্রাবিড়। ভারতের সদ্য প্রাক্তন হওয়া বিশ্বজয়ী কোচ। 'দ্য ওয়াল' নামে পরিচিত রাহুল দ্রাবিড় নিঃসন্দেহেই বিশ্বের সর্বসেরা ব্যাটারদের অন্যতম। তাঁর রেকর্ডই তাঁর হয়ে কথা বলে।
টেস্টে ৫২.৩১ গড়ে ১৩২৮৮ রান ৩৬টি শতরান,পাঁচটি দ্বিশতরান করেছেন তিনি। ওয়ান ডেতে ১০৮৮৯ রান, ৮৩টি হাফসেঞ্চুরি ও ১২টি সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -