Ravichandran Aswin Retirement: বাংলাদেশ সিরিজের আগেই নিজের অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন অশ্বিন
ক্রিকেটকে কি বিদায় জানাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন? বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে কী বললেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার এই মুহূর্তে শুধুমাত্র টেস্ট ফর্ম্য়াটেই খেলেন দেশের জার্সিতে। সীমিত ওভারের ফর্ম্য়াটে আর সুযোগ মেলেনা অশ্বিনের।
২০১১ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকে ১০০ ম্য়াচ ও ১৮৯ ইনিংস খেলেছেন অশ্বিন। ৩৭ বছরের তারকা স্পিনার এবার কি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন?
বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজের আগে এক শোয়ে এসেছিলেন অশ্বিন। সেখানেই নিজের অবসর নিয়ে মুখ খুলেছিলেন ডানহাতি স্পিনার।
অশ্বিন সম্প্রতি এক পডকাস্টে এসে বলেছেন, ''আমি অবসর নিয়ে কিছুই ভাবছি না। কিন্তু আমি শুধু ভাবছি একদিন সবার বয়স বাড়তে থাকে। তখন বেশি করে এফর্ট দিতে হয় প্রতি মুহূর্তে। আমি গত ৩-৪ বছর ধরে সেটাই করে যাচ্ছি।''
এরপর অশ্বিন আরও বলেন, ''আমি এখনও পর্যন্ত অবসর নিয়ে পাকাপাকি কিছু ভাবিনি। তবে এটাও ঠিক যে যেদিন মনে হবে যে আর পারছি না। আর উন্নতি করতে পারছি না, সেদিনই খেলা ছেড়ে দেব।''
১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। এরপর আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অশ্বিন টেস্টে ৫১৬ উইকেটের মালিক। কুম্বলের পরে তিনিই ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক এই ফর্ম্য়াটে। ওয়ান ডে ফর্ম্য়াটে ১১৬টি ম্য়াচ খেলেছেন।
আইপিএলে ২০০৯ সাল থেকে খেলছেন অশ্বিন। চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন অশ্বিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -