R Ashwin retirement: একের পর এক চোখধাঁধানো পারফরম্যান্স, অবসরে ফিরে দেখা অশ্বিনের অনবদ্য সব কীর্তি
বিরাট কোহলির সঙ্গে গ্যালারিতে বসে গভীর আলোচনা, আলিঙ্গন এবং তারপরেই হঠাৎ করে বুধবারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন অশ্বিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ৬৬টি টেস্ট ম্যাচে ৩৫০টি উইকেট নিয়েছিলেন আর অশ্বিন। মুথাইয়া মুরলিধরনের সঙ্গে যুগ্মভাবে এটি দ্রুততম।
আন্তর্জাতিকে মোট ৭৬৫টি উইকেট নিয়েছেন অশ্বিন। কুম্বলের পর ভারতীয় হিসাবে তালিকায় মোট উইকেট নেওয়াক তালিকায় অশ্বিন দ্বিতীয় স্থানে
তিনিই দ্রুততম বোলার হিসাবে যথাক্রমে ৪৫ ও ৫৪টি টেস্টে ২৫০ ও ৩০০টি উইকেট নিয়েছেন।
অশ্বিনই একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে ৫০০-র অধিক উইকেট নিয়েছেন এবং পাঁচের বেশি টেস্ট শতরানও করেছেন।
অশ্বিন মোট ৩৭ বার টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। মুথাইয়া মুরলিধরনের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ।
প্রকৃত অর্থেই অশ্বিন লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ম্যাচ উইনার ছিলেন। পরিসংখ্যানেও তাঁর প্রমাণ মেলে।
তারকা ভারতীয় ক্রিকেটার মোট ১১ বার সিরিজ় সেরা হয়েছেন। মুরলিধরনের সঙ্গে যুগ্মভাবে এটি সর্বকালের সর্বোচ্চ।
চার বার এক টেস্টে শতরান এবং পাঁচ উইকেটের জোড়া কৃতিত্ব রয়েছে অশ্বিনের দখলে। এক্ষেত্রে কেবল ইয়ান বোথামই অশ্বিনের থেকে বেশিবার এই কৃতিত্ব গড়েছেন। ছবি: আইসিসি/পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -