Indian Cricket Team: 'আক্ষেপ নেই', মুখে বললেও ভারতের অধিনায়ক হতে না পারা প্রসঙ্গে অন্য সুর অশ্বিনের গলায়
সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আর অশ্বিন। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসাবে এক বর্ণময় কেরিয়ার শেষ করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅশ্বিন বয়সভিত্তিক ক্রিকেটে নিজের রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন। পাঞ্জাব কিংসের হয়ে তাঁকে আইপিএলেও অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। তবে কোনওদিন জাতীয় দলের ক্যাপ্টেন্সি তো দূর, ভাইস-ক্যাপ্টেনসিও করেননি তারকা অফস্পিনার।
অশ্বিনের দাবি তিনি দেশের অধিনায়কত্ব করতে না পারায় তাঁর কোনও আক্ষেপ নেই, তবে তিনি অধিনায়কত্বের জন্য যথেষ্ট যোগ্য ছিলেন।
'আমি অনেক অল্প বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অধিনায়কত্ব করার সুযোগ পাই। কয়েকটা টুর্নামেন্টও জিতি। আমার মধ্যে সেই দক্ষতা ছিল। তবে দেশকে নেতৃত্ব দিতে না পারা নিয়ে আক্ষেপ নেই। কারণ এগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে।' বলেন অশ্বিন।
অশ্বিনের মতে এটা তাঁর ভাগ্যে ছিল না, তাই হয়নি। তাঁর মতে তিনি বাদেও আরও ১৫-২০ জনের তাঁর ওপর আস্থা থাকলে, তবেই তিনি নেতা হতে পারতেন।
অবশ্য এমনটা বললেও অশ্বিনের গলাতে কিন্তু স্পষ্টতই অভিমানের সুর ধরা পড়ল।
তবে খাতায়-কলমে তিনি অধিনায়কত্ব না করলেও, কিংবদন্তি ক্রিকেটারের মতে তাঁর নেতা হওয়ার জন্য অধিনায়কত্বের প্রয়োজন নেই।
অশ্বিনের মতে, 'নেতা হওয়ার জন্য কোনও টাইটেলের প্রয়োজন হয়না। আমি গ্রুপে ভাল নেতা ছিলাম, যে বাকিদের সাফল্য় পেতে সাহায্য করেছে বলে আমার মনে হয়। যেখানে আমার প্রয়োজন ছিল, সেখানে আমি অবদান দিয়েছি। আমার আক্ষেপ নেই। তবে (অধিনায়ক হলে) আমি উপভোগই করতাম বিষয়টা।' ছবি-পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -