Test Record: ভারতীয় হিসাবে টেস্ট ম্যাচে সর্বাধিকবার ১০ উইকেট নেওয়ার মালিক অশ্বিন, সর্বকালীন তালিকায় শীর্ষে কে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে সুযোগ না পেলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই নিজের দক্ষতা প্রমাণ করে দিয়েছেন আর অশ্বিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appম্যাচে প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে সাত, মোট ১২টি উইকেট নেন অশ্বিন আর এর সুবাদেই গড়েন একাধিক রেকর্ড।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্টে ম্যাচে দুই ইনিংসে মোট ১৫৬ রানের বদলে ১২টি উইকেট যে কোনও স্পিনারের সেরা বোলিং।
এই নিয়ে ভারতের হয়েও সর্বাধিক আটবার এক টেস্টে ১০ বা ততোধিক উইকেট নিয়েছেন অশ্বিন।
তবে তিনি এই তালিকায় ভারতের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারী অনিল কুম্বলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
তবে বিশ্বক্রিকেটে অশ্বিনের আগে আরও চারজন রয়েছেন। উপমহাদেশেরই আরেক স্পিনার রঙ্গনা হেরথ টেস্টে নয়বার ১০ উইকেট নিয়েছেন।
হেরথের সঙ্গে যুগ্মভাবে নয়বার লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে কিউয়ি কিংবদন্তি রিচার্ড হ্যাডলিরও দখলে।
তাসমান নদীর আরেক পারের আরেক কিংবদন্তি, শেন ওয়ার্ন, হ্যাডলির থেকে একটি বেশি, ১০ বার টেস্টে ১০ উইকেট নিয়েছেন।
তালিকার শীর্ষে অবশ্যই টেস্টের সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক মুথাইয়া মুরলীধরন। তিনি ওয়ার্নের দ্বিগুণেরও বেশি, ২২বার টেস্টে ১০ উইকেট নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -