Rinku Singh: কেকেআরের নেতৃত্ব পাওয়া নিয়ে মাথাই ঘামাচ্ছেন না রিঙ্কু, লক্ষ্যস্থির তারকা ব্যাটারের
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য রিঙ্কু সিংহ। এবছর ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছে তাঁকে কেকেআর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজয় হাজারে ট্রফিতে এই মুহূর্তে উত্তর প্রদেশের নেতৃত্বভার সামলাচ্ছেন। কেকেআর শিবিরেও লিডারশিপ গ্রুপে ঢুকে পড়তে পারেন রিঙ্কু।
এখনও কেকেআর তাঁদের আগামী মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করেনি। কিন্তু রিঙ্কুর সঙ্গে তালিকায় দৌড়ে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার ও অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। যাঁকে দেড় কোটি দিয়ে দলে নিয়েছে নাইট ম্য়ানেজমেন্ট।
তবে আইপিএলে কেকেআরের নেতৃত্ব দেওয়ার বিষয়ে মাথাই ঘামাচ্ছেন না রিঙ্কু। এই মুহূর্তে উত্তরপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ভাল খেলতে মরিয়া রিঙ্কু।
ইএসপিএল ক্রিনইফোকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু বলেছেন, ''কেকেআরের অধিনায়কত্ব পাওয়া না পাওয়া নিয়ে ভাবছিই না। আমার লক্ষ্য উত্তরপ্রদেশকে বিজয় হাজারেতে চ্যাম্পিয়ন করা। ২০১৫ সালে শেষবার আমরা বিজয় হাজারে খেতাব জিতেছিলাম।''
বাঁহাতি এই ব্যাটার আরও বলেন, ''উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে নেতৃত্ব দিয়েছি। এটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবার দায়িত্ব আরও বড়। অনেক কিছু শেখার আছে আমার।''
শুধু ব্যাটিং বা ফিল্ডিং নয়। বল হাতেও ক্যারিশ্মা দেখাতে মরিয়া রিঙ্কু। তিনি চাইছেন জাতীয় দলে রীতিমত একটা প্যাকেজ হয়ে উঠতে। তাই নিজের অফস্পিনে শান দিচ্ছেন।
রিঙ্কু বলছেন, ''বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে এমন একজনের চাহিদা বেশি যিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটিতেই নিজের সেরাটা দিতে পারেন। আমিও আমার অফস্পিন বোলিং নিয়ে অনেক খাটছি। দলের প্রয়োজনে যাতে কাজে লাগতে পারি।''
সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন। বিজয় হাজারে ট্রফিতেও দেখা যেতে পারে বল হাতে রিঙ্কুকে।
কেকেআরে ক্রমেই জনপ্রিয়তা বেড়েছে রিঙ্কুর। আইপিএলের সময় গ্যালারিতে রিঙ্কুর নাম লেখা ব্যানার হাতেও দেখা গিয়েছে কলকাতার সমর্থকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -