Rinku Singh: কেকেআরের নেতৃত্ব পাওয়া নিয়ে মাথাই ঘামাচ্ছেন না রিঙ্কু, লক্ষ্যস্থির তারকা ব্যাটারের
KKR: এখনও কেকেআর তাঁদের আগামী মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করেনি। কিন্তু রিঙ্কুর সঙ্গে তালিকায় দৌড়ে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার ও অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। যাঁকে দেড় কোটি দিয়ে দলে নিয়েছে নাইট ম্য়ানেজমেন্ট।
রিঙ্কু সিংহ
1/10
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য রিঙ্কু সিংহ। এবছর ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছে তাঁকে কেকেআর।
2/10
বিজয় হাজারে ট্রফিতে এই মুহূর্তে উত্তর প্রদেশের নেতৃত্বভার সামলাচ্ছেন। কেকেআর শিবিরেও লিডারশিপ গ্রুপে ঢুকে পড়তে পারেন রিঙ্কু।
3/10
এখনও কেকেআর তাঁদের আগামী মরশুমের অধিনায়কের নাম ঘোষণা করেনি। কিন্তু রিঙ্কুর সঙ্গে তালিকায় দৌড়ে রয়েছেন বেঙ্কটেশ আইয়ার ও অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। যাঁকে দেড় কোটি দিয়ে দলে নিয়েছে নাইট ম্য়ানেজমেন্ট।
4/10
তবে আইপিএলে কেকেআরের নেতৃত্ব দেওয়ার বিষয়ে মাথাই ঘামাচ্ছেন না রিঙ্কু। এই মুহূর্তে উত্তরপ্রদেশের হয়ে বিজয় হাজারে ট্রফিতে ভাল খেলতে মরিয়া রিঙ্কু।
5/10
ইএসপিএল ক্রিনইফোকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু বলেছেন, ''কেকেআরের অধিনায়কত্ব পাওয়া না পাওয়া নিয়ে ভাবছিই না। আমার লক্ষ্য উত্তরপ্রদেশকে বিজয় হাজারেতে চ্যাম্পিয়ন করা। ২০১৫ সালে শেষবার আমরা বিজয় হাজারে খেতাব জিতেছিলাম।''
6/10
বাঁহাতি এই ব্যাটার আরও বলেন, ''উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে নেতৃত্ব দিয়েছি। এটা দারুণ অভিজ্ঞতা ছিল। এবার দায়িত্ব আরও বড়। অনেক কিছু শেখার আছে আমার।''
7/10
শুধু ব্যাটিং বা ফিল্ডিং নয়। বল হাতেও ক্যারিশ্মা দেখাতে মরিয়া রিঙ্কু। তিনি চাইছেন জাতীয় দলে রীতিমত একটা প্যাকেজ হয়ে উঠতে। তাই নিজের অফস্পিনে শান দিচ্ছেন।
8/10
রিঙ্কু বলছেন, ''বর্তমান সময়ে বিশ্ব ক্রিকেটে এমন একজনের চাহিদা বেশি যিনি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিনটিতেই নিজের সেরাটা দিতে পারেন। আমিও আমার অফস্পিন বোলিং নিয়ে অনেক খাটছি। দলের প্রয়োজনে যাতে কাজে লাগতে পারি।''
9/10
সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের জার্সিতে তিনটি উইকেট ঝুলিতে পুরেছেন। বিজয় হাজারে ট্রফিতেও দেখা যেতে পারে বল হাতে রিঙ্কুকে।
10/10
কেকেআরে ক্রমেই জনপ্রিয়তা বেড়েছে রিঙ্কুর। আইপিএলের সময় গ্যালারিতে রিঙ্কুর নাম লেখা ব্যানার হাতেও দেখা গিয়েছে কলকাতার সমর্থকদের।
Published at : 22 Dec 2024 02:44 PM (IST)