Duleep Trophy: দেশের জার্সিতেও নজরকাড়া পারফরম্য়ান্স ওঁদের, তবুও দলীপ ট্রফিতে সুযোগ পাননি এই পাঁচ ক্রিকেটার
গত আইপিএলে দুরন্ত পারফর্ম করে নজর কেড়েছিলেন। জাতীয় দলেও ডাক পেয়েছেন টি-টােয়েন্টি স্কোয়াডে। শতরানও হাঁকিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিষেক শর্মা তবুও দলীপ ট্রফির জন্য কোনও স্কোয়াডেই সুযোগ পাননি। ২৪ টি প্রথম শ্রেণির ম্য়াচে ১০৭১ রান হাঁকিয়েছেন বাঁহাতি ওপেনার।
তালিকায় আছেন রবি বিষ্ণোই। ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। লেগস্পিনা ও দুরন্ত একজন ফিল্ডার এই তরুণ স্পিনার।
টি-টোয়েন্টিতে বিশ্বের ১ নম্বর বোলার ছিলেন একটা সময়। রবি বিষ্ণোইকেও দলীপ ট্রফির কোনও দলেই নেওয়া হয়নি।
সঞ্জু স্য়ামসন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক কেরালার উইকেট কিপার ব্যাটার।
২৯ বছরের স্যামসন এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৬২টি ম্য়াচ খেলেছেন। তবে ধারাবাহকিতার অভাবে জাতীয় দলে নিয়মিত হতে পারেন না স্যামসন।
এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম রিঙ্কু সিংহ। কেকেআরের আইপিএলজয়ী দলের সদস্য। টি-টোয়েন্টির সবচেয়ে বড় তারকা এই মুহূর্তে রিঙ্কু সিংহ।
ঘরোয়া ক্রিকেটে ৫৩-র ওপর গড়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৩টি ম্য়াচ খেলেছেন। ২টো ওয়ান ডে ম্য়াচ খেলেছেন। তবুও দলীপ ট্রফির চারটি দলের কোনও দলে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক পৃথ্বী শ টেস্ট অভিষেকে শতরান হাঁকিয়েছিলেন। ২০২৩-২৪ রঞ্জি ট্রফিজয়ী মুম্বই দলেরও সদস্য ছিলেন পৃথ্বী।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সদস্য পৃথ্বী। এই মুহূর্তে কাউন্টি ক্রিকেটে খেলছেন। তবে দলীপ ট্রফির চারটি দলের কোনওটিতেই জায়গা পাননি এই ডানহাতি ওপেনার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -