Rishabh Pant: জোড়া পালক ঋষভ পন্থের মুকুটে, পেরলেন ধোনিকে, সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড

India vs England: হেডিংলে টেস্টে দ্বিতীয় দিনের নায়ক তিনি। শোয়েব বশিরের বলে এক হাতে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ। ১৪৬ বলে। টেস্ট ক্রিকেটে পন্থের সপ্তম সেঞ্চুরি।

ধোনির কীর্তি ছাপিয়ে গেলেন পন্থ। - বিসিসিআই

1/10
হেডিংলে টেস্টে দ্বিতীয় দিনের নায়ক তিনি। শোয়েব বশিরের বলে এক হাতে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করলেন ঋষভ পন্থ। ১৪৬ বলে। টেস্ট ক্রিকেটে পন্থের সপ্তম সেঞ্চুরি।
2/10
তিনি ভেঙে দিলেন মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। টেস্টে ৬টি সেঞ্চুরি রয়েছে ধোনির। ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে যা এতদিন সর্বোচ্চ সংখ্যক ছিল।
3/10
ধোনিকে আগেই স্পর্শ করেছিলেন তাঁর শিষ্য পন্থ। এদিন ছাড়িয়ে গেলেন নিজের নায়ককে। ৭ সেঞ্চুরি - ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে এত সেঞ্চুরি নেই কারও। তালিকায় তিন নম্বরে বাংলার উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা। টেস্টে তিনটি সেঞ্চুরি রয়েছে পাপালির। 
4/10
পন্থ সেঞ্চুরি করতেই হেডিংলে টেস্টে তিন ভারতীয় ক্রিকেটারের সেঞ্চুরি হয়ে গেল। এশিয়ার বাইরে কোনও দেশে এ নিয়ে মাত্র চতুর্থবার কোনও টেস্টে একসঙ্গে ভারতের তিন ব্যাটার সেঞ্চুরি করলেন।
5/10
১৯৮৬ সালে প্রথমবার একসঙ্গে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাওস্কর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও মোহিন্দর অমরনাথ। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০০২ সালে হেডিংলেতেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৬ সালে গ্রস আইলেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড় ও মহম্মদ কাইফ। আর এই টেস্টে করলেন যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও পন্থ।
6/10
হেডিংলের ইনিংসে ৬টি ছক্কা মেরেছেন পন্থ। টেস্টে ৭৬ ইনিংসে ৭৯টি ছক্কা হয়ে গেল তাঁর।
7/10
ছক্কা মারাতেও পন্থ পেরিয়ে গেলেন ধোনিকে। টেস্টে ১৪৪ ইনিংসে ৭৮টি ছক্কা মেরেছিলেন ধোনি। পন্থের সামনে এখন শুধু বীরেন্দ্র সহবাগ (৯০ ছক্কা) ও রোহিত শর্মা (৮৮ ছক্কা)।
8/10
এ নিয়ে তৃতীয়বার ছক্কা মেরে টেস্টে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন পন্থ। এবং তিনবারই ইংরেজ স্পিনারদের বিরুদ্ধে।
9/10
শনিবার শোয়েব বশিরকে ছক্কা মেরে সেঞ্চুরি করলেন পন্থ। এর আগে আদিল রশিদ ও জো রুটকে ছয় মেরে সেঞ্চুরি করার নজির রয়েছে তাঁর।
10/10
ভারতীয়দের মধ্যে একমাত্র সচিনের এর চেয়ে বেশিবার (৬ বার) ছক্কা মেরে সেঞ্চুরি করার নজির রয়েছে। রোহিতও তিনবার ছক্কা মেরে সেঞ্চুরি করেছেন। ছবি - আইএএনএস ও বিসিসিআই এক্স
Sponsored Links by Taboola