Rishabh Pant: চেন্নাই সুপার কিংসে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ? জল্পনা বাড়িয়ে কী পোস্ট করলেন?
আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালস দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দলের নেতৃত্বের ভারও তাঁর ওপরই সঁপেছে দিল্লি ক্যাপিটালস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে পরের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন পন্থ, এরকম জল্পনা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে।
সেই জল্পনা আরও উস্কে দিলেন পন্থ নিজেই। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করলেন রুরকির বাঁহাতি ব্যাটার উইকেটকিপার।
কী এমন পোস্ট করেছেন পন্থ? তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পন্থ।
ছবিটিতে পন্থকে দেখা যাচ্ছে সোফায় পায়ের ওপর পা তুলে বসে থাকতে। নিজের ছবির সঙ্গে সুপারস্টার রজনীকান্তের একই ধাঁচে বসা একটি ছবিও পোস্ট করেছেন পন্থ।
ক্যাপশনে পন্থ লিখেছেন, 'থালাইভা'। আর তা থেকেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি চেন্নাই কানেকশন তৈরি করছেন পন্থ?
একটা সময় রজনীকান্তকে নিয়ে একইরকম পোস্ট করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিও। দুটি ঘটনার মধ্যে সংযোগ খুঁজে পাচ্ছেন অনেকে।
পরের আইপিএলের আগে নতুন করে নিলাম হবে। দিল্লি ক্যাপিটালস ছেড়ে কি চেন্নাই সুপার কিংসে যোগ দেবেন পন্থ? জল্পনা তুঙ্গে।
পন্থের পোস্ট দেখে জাতীয় দলের সতীর্থ অক্ষর পটেল মজা করে কমেন্ট সেকশনে লিখেছেন, ভাই তুই ঠিক আছিস তো?
সিএসকে ভক্ত, সমর্থকেরা এখন থেকেই পন্থকে হলুদ জার্সিতে দেখার অপেক্ষা শুরু করে দিয়েছেন। ছবি - পিটিআই ও পন্থের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -