Ranji Trophy: ৫৬ বলে শতরান করে রঞ্জির সর্বকালীন তালিকায় নাম লেখালেন রিয়ান পরাগ, দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
মরশুমের প্রথম রঞ্জি ট্রফি ম্যাচেই ব্যাট হাতে অনবদ্য শতরান হাঁকালেন রিয়ান পরাগ। অসমের অধিনায়ক ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ৮৭ বলে ১৫৫ রানের ইনিংস খেলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরাগের ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ১২টি ছক্কায়। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি।
রাজস্থান রয়্যালস তারকা রঞ্জি ট্রফির ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরানটি হাঁকান। তবে তা সত্ত্বেও অসম ১০ উইকেটে ম্যাচটি জিতে নেয়।
রঞ্জি ট্রফিতে দ্রুততম শতরান হাঁকানোর কৃতিত্ব ঋষভ পন্থের দখলে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ২০১৬ সালে মাত্র ৪৮ বলে শতরান হাঁকিয়েছিলেন তিনি।
৬৭ বলে ১৩৫ রানের পন্থের ইনিংস সাজানো ছিল ১৩টি ছক্কায়।
পন্থের বিধ্বংসী ইনিংসের ঠিক আগের বছরই নমন ওঝা কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জির দ্রুততম শতরানের রেকর্ডটি নিজের নামে করেছিলেন।
৬৯ বলে কর্ণাটকের বিরুদ্ধে শতরান হাঁকান তিনি। মধ্যপ্রদেশ কিপার-ব্যাটারের ৮১ বলে ১১৫ রানের ইনিংসটি আটটি চার ও নয়টি ছক্কায় সাজানো ছিল।
বর্তমানে ক্রিকেট থেকে অনেক দূরে, ওকালতি করেন একলব্য দিবেদী। কিন্তু প্রাক্তন উত্তরপ্রদেশ অধিনায়কের নামও রঞ্জিতে দ্রুততম শতরান হাঁকানো ক্রিকেটারদের তালিকায় রয়েছে।
উত্তরপ্রদেশের মরণ-বাঁচন ম্যাচে রেলওয়েজ়ের বিরুদ্ধে ৭২ বলে শতরান হাঁকিয়েছিলেন একলব্য। তাঁর শতরানের সুবাদেই অবনমন বাঁচাতে সক্ষম হয় উত্তরপ্রদেশ।
তালিকায় পাঁচ নম্বরেও ঋষভ পন্থ। যে ম্যাচে তিনি রঞ্জির দ্রুততম শতরান হাঁকিয়েছিলেন, সেই একই ম্যাচের প্রথম ইনিংসেও চোখধাঁধানো শতরান হাঁকান পন্থ।
সেক্ষেত্রে তিনি শতরান হাঁকাতে একটু বেশি, ৮২ বল নেন। ১১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -