ODI Record: তিনে রোহিত, ওয়ান ডেতে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন কোন ব্যাটাররা?

ODI Sixes: রোহিত বাদেও সর্বাধিক ছক্কা হাঁকানো পাঁচ ব্য়াটারদের তালিকায় আরও এক ভারতীয় রয়েছেন।

দ্রুততম ব্যাটার হিসাবে ৩০০টি ওয়ান ডে ছক্কা মেরেছেন রোহিত (ছবি: পিটিআই)

1/10
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথম ভারতীয় হিসাবে ৩০০ ওয়ান ডে ছক্কা হাঁকান রোহিত শর্মা। দ্রুততম ব্যাটার হিসাবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
2/10
তবে তিনিই প্রথম নন, বরং তৃতীয় ব্যাটার হিসাবে 'হিটম্যান' ৩০০টি ওয়ান ডে ছয় মারেন। তাঁর দখলে বর্তমানে মোট ৩০৩টি ছয় মারার কৃতিত্ব রয়েছে।
3/10
এই তালিকার শীর্ষে রয়েছেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাহিদ আফ্রিদি।
4/10
নিজের বিধ্বংসী ব্যাটিং ও ছক্কা মারার দক্ষতার জন্য 'বুম বুম' আফ্রিদি পরিচিত ছিলেন। তিনি ৩৯৮ ওয়ান ডে ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন, যা এখনও পর্যন্ত সর্বাধিক।
5/10
তালিকায় দুইয়ে রয়েছেন ক্রিস গেল। তাঁর ছয় মারার দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার থাকে না।
6/10
'ইউনিভার্স বস' ৩০১টি ওয়ান ডে ম্যাচে ৩৩১টি ছক্কা হাঁকিয়েছেন।
7/10
সর্বোচ্চ ছয় মারা ব্যাটারদের তালিকায় সনৎ জয়সূর্যও রয়েছেন। তাঁর আগ্রাসী ব্য়াটিং একসময় ওয়ান ডে ক্রিকেটে ওপেনিং ব্যাটিংয়ে নতুন দিগন্তের সূচনা করেছিল।
8/10
শ্রীলঙ্কার বিশ্বজয়ী ক্রিকেটার ৪৪৫ টি ওয়ান ডে ম্যাচে ২৭০ বার বাউন্ডারি পার করেছেন।
9/10
তালিকায় পাঁচ নম্বরে রয়েছে আরেক ভারতীয় তারকা। তিনি বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
10/10
মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা 'ফিনিশার' মাহি ৩৫০টি ওয়ান ডে ম্যাচে ২২৯টি ছয় মরেছেন।
Sponsored Links by Taboola