Rohit Sharma: একই দিনে পিছনে ফেললেন ধোনি, সৌরভকে, রাজকোটে দুরন্ত শতরানে একগুচ্ছ রেকর্ড রোহিতের
রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ১১তম টেস্ট শতরান হাঁকালেন রোহিত শর্মা। ১৩১ রানের ইনিংস খেলেন রোহিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবীন্দ্র জাডেজার সঙ্গে দ্বিশতরানের পার্টনারশিপে অধিনায়ক রোহিতকে বিরাট বিপদের হাত থেকে রক্ষা করেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতে ভারতীয় দল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও, মার্ক উডের আগুনে বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ৩৩ রানে হারায় তিন উইকেট।
তবে রোহিত এই ম্যাচে দুরন্ত শতরানে একগুচ্ছ রেকর্ড নিজের নামে করলেন। তিনিই সবথেকে বেশি বয়সে ভারতীয় অধিনায়ক হিসাবে শতরান হাঁকালেন। ৩৬ বছর ২৯১ দিনে শতরান হাঁকিয়ে রোহিত বিজয় হাজারের রেকর্ড ভাঙলেন।
এই শতরান মিলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫০ ইনিংসে আটটি শতরান করে ফেললেন রোহিত। ভারতীয় হিসাবে এটি সর্বাধিক।
১৩১ রান করে আন্তর্জাতিক আঙিনায় মোট রানের বিচারে ভারতীয় হিসাবে রোহিত চারে উঠে এলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে (১৮,৫৭৫) পিছনে ফেললেন তিনি।
রোহিতকে কেন 'হিটম্যান' বলা হয়, এই ইনিংসে তাঁর প্রমাণও পাওয়া গেল। রোহিতের নিজের ইনিংসে তিনটি ছক্কা হাঁকান। এর সুবাদেই ধোনিকে (৭৮) পিছনে ফেলে রোহিত টেস্টে দ্বিতীয় সর্বাধিক ছক্কা হাঁকানো ভারতীয় হয়ে গেলেন।
তিন ফর্ম্যাট মিলিয়েও সর্বাধিক ছক্কা হাঁকানোয় ধোনির রেকর্ড ভাঙলেন তিনি। ধোনিকে পিছনে ফেলে তিনিই অধিনায়ক হিসাবে তিন ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক ছয় মারার মালিক।
রোহিতের আন্তর্জাতিক কেরিয়ারের এটি ৪৭তম শতরান। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে এটি তৃতীয় সর্বোচ্চ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -