Rohit Sharma Record: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে একগুচ্ছ রেকর্ডের মালিক রোহিত

Rohit Sharma: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৯ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।

রেকর্ডের অপর নাম রোহিত (ছবি: পিটিআই)

1/8
আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালরুতে অনবদ্য ১২১ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন রোহিত শর্মা।
2/8
প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি শতরান করে ফেললেন তিনি।
3/8
তাঁর এই ১২১ রানের ইনিংস কোনও ভারতীয় অধিনায়কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস।
4/8
নিজের ইনিংসে আটটি ছক্কা হাঁকান রোহিত। অধিনায়ক হিসাবে 'হিটম্যান' আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৮৭ টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। এটি সর্বকালের সর্বাধিক। ইয়ন মর্গ্যানের ৮৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙলেন তিনি।
5/8
১২১ রানের ইনিংসের সুবাদে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে ভারতীয় অধিনায়ক হিসাবে এই ফর্ম্যাটে সর্বাধিক রানের কৃতিত্বও নিজের নামে করে ফেললেন রোহিত। বিরাট অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ১৫৭০ রান করেছিলেন। রোহিতের দখলে বর্তমানে ১৬৪৭ রান রয়েছে।
6/8
তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা নির্বাচিত হন রোহিত শর্মা। ৫৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে এই নিয়ে ষষ্ঠবার ম্যাচ সেরা হলেন রোহিত। আর কোনও ভারতীয় অধিনায়কের দখলে এতবার ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব নেই।
7/8
এটি বিশ ওভারের ক্রিকেটে রোহিতের ২৫০তম জয়। আর কোনও ভারতীয় ক্রিকেটার এতগুলি বিশ ওভারের ম্যাচ জেতেনি।
8/8
রোহিতের ব্যাটিংয়ে ভর করে ভারতীয় দল আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ৩-০ হারাল।
Sponsored Links by Taboola