Rohit Sharma Record: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে একগুচ্ছ রেকর্ডের মালিক রোহিত
আফগানিস্তানের বিরুদ্ধে বেঙ্গালরুতে অনবদ্য ১২১ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েন রোহিত শর্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি শতরান করে ফেললেন তিনি।
তাঁর এই ১২১ রানের ইনিংস কোনও ভারতীয় অধিনায়কের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস।
নিজের ইনিংসে আটটি ছক্কা হাঁকান রোহিত। অধিনায়ক হিসাবে 'হিটম্যান' আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ৮৭ টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। এটি সর্বকালের সর্বাধিক। ইয়ন মর্গ্যানের ৮৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙলেন তিনি।
১২১ রানের ইনিংসের সুবাদে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে ভারতীয় অধিনায়ক হিসাবে এই ফর্ম্যাটে সর্বাধিক রানের কৃতিত্বও নিজের নামে করে ফেললেন রোহিত। বিরাট অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টিতে ১৫৭০ রান করেছিলেন। রোহিতের দখলে বর্তমানে ১৬৪৭ রান রয়েছে।
তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা নির্বাচিত হন রোহিত শর্মা। ৫৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে এই নিয়ে ষষ্ঠবার ম্যাচ সেরা হলেন রোহিত। আর কোনও ভারতীয় অধিনায়কের দখলে এতবার ম্যাচ সেরা হওয়ার কৃতিত্ব নেই।
এটি বিশ ওভারের ক্রিকেটে রোহিতের ২৫০তম জয়। আর কোনও ভারতীয় ক্রিকেটার এতগুলি বিশ ওভারের ম্যাচ জেতেনি।
রোহিতের ব্যাটিংয়ে ভর করে ভারতীয় দল আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ৩-০ হারাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -