Rohit Sharma: ক্রিকেটের জন্য স্কুলবদল, স্কলারশিপে পঠনপাঠন, কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন রোহিত?
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য সমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দল বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও, রোহিতের আগ্রাসী ব্যাটিং থেকে তাঁর অধিনায়কত্ব, সবই প্রশংসিত হয়েছে।
ক্রিকেটার রোহিতকে 'হিটম্যান' রোহিত শর্মা করে তোলার পিছনে তাঁর কোচ দীনেশ লাডের অবদান অনস্বীকার্য। ক্রিকেটার হিসাবে রোহিতের মধ্যে প্রতিভা ছিলই। তবে রোহিত পড়াশোনায় কেমন ছিলেন? কোন স্কুল বা কলেজে পড়েছেন তিনি?
রোহিত শর্মা আওয়ারা লেডি অফ বৈলাঙ্কান্নি উচ্চ বিদ্যালয় থেকে নিজের প্রাথমিক শিক্ষা নেন।
তবে ছোট থেকেই ক্রিকেটে অনবদ্য ছিলেন। স্কুল ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স ছিল তাঁর। তবে যে স্কুলে তিনি পড়তেন সেখানে ক্রিকেট প্রশিক্ষণের জন্য় যথেষ্ট সুযোগ সুবিধা ছিল না।
তাই কোচ দীনেশ লাডের অনুরোধেই তিনি স্কুল বদলে স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক স্কুলে যোগ দেন। আর্থিকভাবে তাঁর পরিবারকে টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হলেও, ক্রিকেটের সুবাদে প্রাপ্ত স্কলারশিপেই বিবেকানন্দ স্কুলে পড়াশোনা চালিয়ে যান রোহিত।
পরবর্তীতে রোহিত নিজেই জানান যে স্কুলের বেতন দেওয়ার মতো টাকা ছিল না তাঁর কাছে। চার বছর বিনা বেতনেই তিনি স্কলারশিপের সুবাদে স্বামী বিবেকানন্দ স্কুলে পড়াশোনা করতে পারেন।
এই স্কুল থেকেই রোহিত শর্মা ক্লাস ১২-র বোর্ড পরীক্ষাও দেন। ১২ পাস করার পর কলেজে ভর্তি হওয়ার পালা ছিল।
রোহিত রিজ়ভি কলেজে ভর্তিও হয়েছিলেন বটে। তবে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ও পড়াশোনা একসঙ্গে চালিয়ে যাওয়াটা তাঁর কাছে বেশ কষ্টেরই হচ্ছিল।
তাই শেষমেশ নিজের প্রথম পছন্দ ক্রিকেটেই বেছে নেন রোহিত। কলেজ থেকে ড্রপ আউট করতে বাধ্য হন। ২০ বছর বয়সেই জাতীয় দলের হয়ে অভিষেক ঘটান রোহিত। তারপর দলের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা থেকে আজ দেশের অধিনায়ক তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -