Rohit Sharma Birthday: জন্মদিনে দেখে নেওয়া যাক রোহিতের ব্যাটে ১০ রেকর্ড, যা ভাঙা একরকম অসম্ভবই
Rohit Sharma Record: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৩২টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। বিশ্বের যে কোনও ব্যাটারের কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বাধিক ছক্কার নজির এটি।
রোহিত শর্মা
1/10
ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটের অধিনায়ক রোহিত শর্মা। আজ ৩৮ পেরিয়ে ৩৯ এ পা রাখলেন হিটম্য়ান। জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সেরা ১০টি রেকর্ডের দিকে, যা অন্য় কারও পক্ষে ভাঙা একপ্রকার অসম্ভব।
2/10
শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন ওয়ান ডে-তে। যা এই ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ কারও। ৯টি ছক্কা ও ৩৩টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন সেই ম্য়াচে ভারত অধিনায়ক।
3/10
একমাত্র ক্রিকেটার বিশ্বের যিনি ওয়ান ডে ফর্ম্য়াটে তিনটি দ্বিশতরান হাঁকিয়েছেন। এছাড়া আর কোনও ব্যাটারের পক্ষে এখনও পর্যন্ত সম্ভব হয়নি এই নজির গড়া।
4/10
২০১৯ বিশ্বকাপে ৯ ম্য়াচে খেলে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কোনও একটি বিশ্বকাপে এতগুলো শতরান আর কোনও ব্য়াটারের নেই। এই রেকর্ডটিও বিরল।
5/10
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা এই ফর্ম্য়াটে সর্বাধিক চারটি শতরান হাঁকিয়েছেন। এই ফর্ম্য়াটে দ্রুতততম ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত।
6/10
সব ফর্ম্য়াট মিলিয়ে ৬৩৭টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত শর্মা। ক্রিস গেলকে টেক্কা দিয়ে তিনিই এখন ছক্কা হাঁকানোর তালিকায় সবার শীর্ষে।
7/10
আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টে মোট ৬৮ ছক্কার মালিক রোহিত। যা যে কোনও ব্যাটারের সর্বাধিক ছক্কা ওয়ান ডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলে। এই রেকর্ডটিও ভাঙা কিন্তু কঠিন।
8/10
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ১৩২টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। বিশ্বের যে কোনও ব্যাটারের কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সর্বাধিক ছক্কার নজির এটি।
9/10
রোহিত ছাড়া আর কোনও ব্যাটার ভারতীয় ক্রিকেটে নেই যে সব ফর্ম্য়াট মিলিয়ে এত ম্য়াচে ওপেন করেছেন। এই তালিকাতেও ভারত অধিনায়কও শীর্ষে।
10/10
ওয়ান ডে ফর্ম্য়াটে ১১ হাজার রান পূরণ করে ফেলেছেন রোহিত। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্য়াটার হিসেবে এই মাইলস্টোন গড়েছেন রোহিত। এই মুহূর্তে মুম্বই ইন্ডি.য়ান্সের জার্সিতে আইপিএলে খেলছেন তিনি।
Published at : 30 Apr 2025 06:09 PM (IST)