Rohit Sharma: ম্যাচের সংখ্য়া থেকে রানের পরিমাণ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ থেকেই বিদায় রোহিতের
বার্বাডোজে বিশ্বজয়ী হয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। রোহিত কিন্তু শিখরে থেকেই বিশ ওভারের ফর্ম্যাটে ইতি টেনেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরোহিতের খেলা ১৫৯টি ম্যাচ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ। পুরুষ ও মহিলা মিলিয়ে কেবল হরমনপ্রীত কৌরই রোহিতের খেকে অধিক, ১৬৬টি আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচ খেলেছেন।
ম্যাচ জয়ের নিরিখে রোহিত বাকি সকলের থেকে অনেকটাই আগে। তিনি ১১১টি ম্যাচ জিতেছেন। দ্বিতীয় স্থানে থাকা শোয়েব মালিকের দখলে রয়েছে ৮৭ জয়ের কৃতিত্ব।
৩২-র অধিক গড় এবং ১৪০.৮৯-র স্ট্রাইর রেটে রোহিতের করা ৪২৩১ রানই এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ।
রোহিতের পাঁচটি শতরান আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ।
'হিটম্যান' বিশের আন্তর্জাতিক ফর্ম্য়াটে একমাত্র ব্যাটার হিসাবে দুশোর অধিক ছক্কা হাঁকিয়েছেন। ২০৫টি ছয় মেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা মার্টিন গাপ্টিল ১৭৩টি ছয় মেরে বেশ খানিকটা পিছিয়ে।
রোহিত এবং রিঙ্কু এই বছরের শুরুর দিকেই আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১৯০ রানের পার্টনারশিপ গড়েন। চতুর্থ উইকেট বা তার পরে কোনও উইকেটে এত রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্ব টি-টোয়েন্টি ক্রিকেটে আর কারুর নেই।
বিশ ওভারের ফর্ম্যাটে রোহিত ৬৫টি ক্যাচ ধরেছেন। মাত্র তিনজন আউটফিল্ডারের দখলে তাঁর থেকে অধিক ক্যাচ ধরার রেকর্ড রয়েছে।
১৪টি ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রোহিত। এই ফর্ম্যাটে এটি যুগ্মভাবে তৃতীয় সর্বোচ্চ।
দিনের বিচারে রোহিতের ১৬ বছর ২৮৪ দিনের আন্তর্জাতিক বিশ ওভারের কেরিয়ার সর্বকালের চতুর্থ সর্বোচ্চ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -