Rohit Sharma: হিটম্যান যখন ক্যাপ্টেন হট! কেন বারবার মেজাজ হারালেন রোহিত?

শনিবারের অপেক্ষায় ছিলেন ভারতের সমস্ত ক্রিকেটপ্রেমীরা। কারণ, এদিনই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের দল নির্বাচন ছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বৈঠক শেষ হওয়ার পর মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকরও।

সেই বৈঠকেই সাংবাদিকদের প্রশ্নে বারবার মেজাজ হারাতে দেখা যায় রোহিতকে। সেটা কি তিনি ছন্দ হারিয়েছেন বলেই? প্রশ্ন থেকে গেল।
এক সাংবাদিক রোহিতকে প্রশ্ন করেছিলেন, ৬ মাস ধরে সেভাবে রান পাচ্ছেন না। প্রশ্নকর্তাকে থামিয়ে দেন বিরক্ত রোহিত।
রোহিত বলে ওঠেন, '৬ মাস নয়, ওটা তিন মাস।'
পরে আরও একবার মেজাজ হারান রোহিত। ভারতীয় ক্রিকেটারদের আরও শৃঙ্খলাপরায়ণ করে তুলতে তাঁদের ওপর দশ দফা ফতোয়া জারি করছে বোর্ড, জোর জল্পনা ভারতীয় ক্রিকেট মহলে।
এ নিয়ে রোহিতের মতামত জানতে চাওয়া হয়। তবে রোহিত গোটা বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন।
ভীষণ বিরক্ত হয়েই রোহিত পাল্টা প্রশ্ন করেন, 'আপনাকে এটা কে বলল? ভারতীয় ক্রিকেট বোর্ড কি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে? সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছে?'
জানা গেল, এদিনই সফরে স্ত্রী ও পরিবারকে নিয়ে যাওয়া নিয়ে জটিলটা কাটাতে বোর্জ কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন রোহিত।
অজিত আগরকরও জানিয়ে দেন, এটা কোনও স্কুল নয়। এখানে কাউকে শাস্তি দেওয়া হচ্ছে না। শুধু শৃঙ্খলা বাড়ানোর চেষ্টা চলছে। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -