Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sachin Tendulkar Birthday: শুধু সেঞ্চুরির সেঞ্চুরি নয়, সচিনের এই রেকর্ডের ধারেকাছে নেই কেউ, জন্মদিনে ফিরে দেখা
২৪ এপ্রিল মানেই শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্বক্রিকেটে এক স্মরণীয় দিন। কারণ, এদিন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার ৫১ বছর পূর্ণ করলেন সচিন। ঘড়ির কাঁটা ২৪ এপ্রিল রাত বারোটা স্পর্শ করতেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যায় ভাসলেন।
মাস্টার ব্লাস্টারের রেকর্ডের কথা বললেই সবার আগে আলোচনায় আসে সেঞ্চুরির সেঞ্চুরির কথা। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরি রয়েছে সচিনের। টেস্টে ৫১ সেঞ্চুরি ও ওয়ান ডে ক্রিকেটে ৪৯ সেঞ্চুরি।
কিন্তু সেঞ্চুরির সেঞ্চুরির পাশাপাশি কিংবদন্তির এমন কিছু রেকর্ড আছে, যার ধারেকাছে নেই বিশ্বক্রিকেটের কোনও তারকা।
২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে রেকর্ড ২০০টি টেস্ট খেলেছেন সচিন। তাতে ১৫৯২১ রান রয়েছে। যা টেস্টে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের মোট টেস্ট রান ১৩৩৭৮। যা সচিনের চেয়ে অনেক পিছিয়ে।
গোটা কেরিয়ারে ৬৩ বার ম্যাচের সেরার স্বীকৃতি পেয়েছেন সচিন। সেটিও একটি রেকর্ড। আর কেউই এতবার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাননি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার সনৎ জয়সূর্য ৪৮ বার ম্যাচের সেরা হয়েছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার নব্বইয়ের ঘরে আউট হয়েছেন সচিন। ওয়ান ডে-তে ১৮ বার ও টেস্টে ১০ বার - সব মিলিয়ে ২৮ বার আনলাকি নাইনটিতে ফিরেছেন। তা নাহলে সচিনের সেঞ্চুরির সংখ্যা আরও বাড়ত।
১৯৯২ থেকে ২০১১ - রেকর্ড সংখ্যক মোট ৬ ওয়ান ডে বিশ্বকাপে ফেলেছেন সচিন। বিশ্বকাপে ২২৭৮ রান রয়েছে সচিনের। সেটিও সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিংয়ের রয়েছে ১৭৪৩ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের একশো সেঞ্চুরির ধারেকাছে কেউ নেই। ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যায় বিরাট কোহলি সচিনকে পেরলেও সব মিলিয়ে ৮০ সেঞ্চুরি কোহলির। এখনও ২০টি সেঞ্চুরি পিছিয়ে কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে ৩৪৩৫৭ রান রয়েছে সচিনের। সেটিই সর্বোচ্চ। দুইয়ে রয়েছেন কুমার সঙ্গকারা। যদিও অনেক পিছিয়ে। তাঁর মোট রান ২৮০১৬। ছবি - পিটিআই, গেটি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -