Tendulkar Visits Jim Corbett National Park: জিম করবেট জাতীয় উদ্যানে তেন্ডুলকর, জঙ্গল সাফারির মনমুগ্ধকর ছবি শেয়ার করলেন প্রকৃতিপ্রেমী সচিন
মার্চের শেষদিকে জিম করবেট জাতীয় উদ্যানের সবথেকে জনপ্রিয় ঢিকালা অঞ্চলে জঙ্গল সাফারিতে গিয়েছিলেন সচিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সফরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সচিন।
সচিন এই সফরে বেঙ্গল টাইগারসহ বেশ কিছু জীবজন্তুর দেখা পান। সেই ভিডিও রয়েছে তাঁর সোশ্যাল মিডিয়ায়।
বন্যপ্রাণীদের প্রতি সচিনের প্রেম কারুরই অজানা নয়। তিনি মহারাষ্ট্রের তাডোবা টাইহার রিজার্ভেও অতীতে বহুবার গিয়েছেন। এবার জিম করবেট উদ্যানে সচিনের এই সফরে ফের একবার বন্যপ্রাণীদের প্রতি তাঁর ভালবাসে ধরা পড়ল।
তবে সচিনদের এই জঙ্গল সাফারি মাঝপথেই থামিয়ে ফিরে আসতে। সৌজন্যে খারাপ আবহাওয়া।
বৃষ্টির জেরে সাফারি থামলেও অবশ্য সচিন বসে থাকেননি। তিনি নিজে হাতে কর্মরত ফরেস্ট গার্ডদের জন্য পকোড়া বানান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন 'মাস্টার ব্লাস্টার'।
বর্তমানে সচিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে রয়েছেন। তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করছেন।
তবে চলতি মরশুমটা কিন্তু মুম্বইয়ের জন্য ভাল যায়নি। প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন পল্টনরা। তাই আর দুই ম্যাচ খেলেই এবারের আইপিএল সফর শেষ করবে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -