Amir Hussain Lone: ৮ বছরে হারিয়েছিলেন হাত, প্যারা ক্রিকেটার আমিরের সঙ্গে দেখা করতে আগ্রহী মুগ্ধ সচিন তেন্ডুলকর
অনন্তনাগের ওয়াঘমা গ্রামের বিজবেহারার ৩৪ বছরের আমির হুসেনের কাহিনি যেন যে কোনও প্রতিবাদি চরিত্রের ছায়া। প্যারা ক্রিকেটার আমির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট ধরার জন্য যে হাত দরকার, তা নেই। তবে তাতেও ভালোবাসার ক্রিকেট থেকে সরে আসেননি আমির। নিজের কাঁধের ভারেই ব্যাট নিয়ে হাঁকিয়ে চলেছেন একের পর এক শট। আমির বোলিংয়েও পারদর্শী। পায়ের পাতায় বল রেখে ব্যাটারের দিকে ছুড়ে মারেন।
মাত্র আট বছর বয়সে বাবার মিলে এক দুর্ঘটনায় আমির দুই হাত হারান। তবে তাতে তাঁর ভালবাসা দমে যায়নি। ২০১৩ সালে থেকে পেশাদার ক্রিকেট খেলছেন আমির।
সচিন তেন্ডুলকর এবং আশিস নেহরার মতো ক্রিকেট কিংবদন্তিরা এই প্যারা ক্রিকেটারের খেলার প্রশংসা করেছেন। নেহরা তাঁকে ওয়াংখেড়েতে টি২০ বিশ্বকাপ ২০১৬ সেমিফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।
আমিরের লড়াই দেখে মুগ্ধ 'মাস্টার ব্লাস্টার'ও। আমিরের ভাইরাল ভিডিওতে তাঁকে সচিনের জার্সি পরে ব্য়াটিং করতে দেখা গিয়েছিল। মুগ্ধ সচিন আমিরের নাম লেখা জার্সি পেতে আগ্রহী।
তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সচিন আমিরের সঙ্গে দেখা করে তাঁর জার্সি পাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন।
সচিনের প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত আমির। প্যারা ক্রিকেটার অকপটে জানিয়ে দিচ্ছেন যে সচিনই ছোট থেকে তাঁর সবচেয়ে প্রিয়। এমনটা হবে তা কোনওদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি বলে জানাচ্ছেন আমির।
সচিনের প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত আমির। প্যারা ক্রিকেটার অকপটে জানিয়ে দিচ্ছেন যে সচিনই ছোট থেকে তাঁর সবচেয়ে প্রিয়। এমনটা হবে তা কোনওদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি বলে জানাচ্ছেন আমির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -