Sanju Samson: ভারতীয় ক্রিকেটের চার মহারথীর জন্য সর্বনাশ হয়েছে সঞ্জু স্যামসনের? বিস্ফোরক অভিযোগে তোলপাড়
টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে পরপর দুই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করেছেন সঞ্জু।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে বাংলাদেশের বিরুদ্ধে, তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন কেরলের উইকেটকিপার ব্যাটার।
জাতীয় দলে এখন নতুন ভূমিকায় দেখা যাচ্ছে সঞ্জু স্যামসনকে। তিনি এখন ইনিংস ওপেন করছেন টি-২০ ক্রিকেটে।
স্যামসন জানিয়েছেন, কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁকে জানিয়েই দিয়েছেন যে, সাফল্য বা ব্যর্থতা, যাই আসুক না কেন, দল তাঁর পাশে রয়েছে। তাতে নতুন করে মনোবল পেয়েছেন সঞ্জু।
তবে এবার বোমা ফাটালেন স্যামসনের বাবা স্যামসন বিশ্বনাথ। যিনি দিল্লি পুলিশে কর্মরত। তিনি অভিযোগ করলেন, বর্তমান ও প্রাক্তন মিলিয়ে চার ক্রিকেটারের জন্য সঞ্জুর কেরিয়ার বরবাদ হয়েছে। নষ্ট হয়েছে ১০ বছর।
দিল্লির হয়ে সন্তোষ ট্রফি ফুটবল খেলেছেন স্যামসন বিশ্বনাথ। একটি সাক্ষাৎকারে বিস্ফোরক কথাবার্তা বলেছেন তিনি।
স্যামসন বিশ্বনাথ বলেছেন, '৩-৪ জন আছেন, যাঁদের জন্য আমার ছেলের কেরিয়ারের ১০ বছর নষ্ট হয়েছে। ধোনিজি, বিরাটজি ও রোহিতজির মতো অধিনায়ক এবং কোচ দ্রাবিড়জি।'
স্যামসন বিশ্বনাথ বলেছেন, 'এই চারজন আমার ছেলের কেরিয়ারের মূল্যবান ১০ বছর নষ্ট করে দিয়েছেন। তবে ওঁরা যত এসব করেছেন, সঞ্জু ততই মানসিকভাবে শক্তিশালী হয়েছে।'
প্রাক্তন নির্বাচক তথা কপিল দেবের বিশ্বকাপজয়ী দলেরল সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তকেও একহাত নিয়েছেন স্যামসন বিশ্বনাথ। শ্রীকান্ত বলেছিলেন, 'কাদের সঙ্গে সেঞ্চুরি করেছে সঞ্জু? বাংলাদেশের বিরুদ্ধে।'
স্যামসন বিশ্বনাথ বলেছেন, 'সেঞ্চুরি হল সেঞ্চুরি। সে যে দলের বিরুদ্ধেই হোক না কেন। সঞ্জু সচিন-দ্রাবিড়ের ঘরানার ব্যাটার। অন্তত সম্মানটা তো করুন।' ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -