Face Scrub: ত্বকে অতিরিক্ত স্ক্রাবের ব্যবহার বাড়িয়ে দেয় ব্রনর সমস্যা, আর কী কী ক্ষতি হতে পারে ?

Skin Care: ত্বকের মরা কোষ বা ডেড স্কিন সেল ঝরানোর জন্য প্রয়োজন স্ক্রাবের ব্যবহার। কিন্তু বেশি স্ক্রাবের ব্যবহার ত্বকে একাধিক সমস্যা তৈরি করে।

ছবি সূত্র- পিক্সেলস

1/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকের উজ্জ্বল ভাব বজায় রাখার জন্য স্ক্রাবের ব্যবহার খুবই জরুরি। কারণ স্ক্রাব ত্বকের মরা কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করে।
2/10
ছবি সূত্র- পিক্সেলস। কিন্তু ত্বকে কীভাবে স্ক্রাব ব্যবহার করবেন, সপ্তাহে ক'দিন ত্বকে স্ক্রাব ব্যবহার করা ভাল, তা জেনে নেওয়া জরুরি। নাহলে ত্বকের ক্ষতি হতে পারে।
3/10
ছবি সূত্র- পিক্সেলস। সপ্তাহে দু'বারের বেশি স্ক্রাব ব্যবহার না করাই ত্বকের পক্ষে ভাল। বেশি স্ক্রাবের ব্যবহার ত্বক রুক্ষ-শুষ্ক করে দেয়।
4/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে স্ক্রাব ব্যবহার করলে তারপর অবশ্যই ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। নাহলে ত্বক হাইড্রেটেড থাকবে না।
5/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে খুব বেশি স্ক্রাব ব্যবহার করলে রোমকূপগুলি উন্মুক্ত হয়ে যায়। ফলে ত্বকে ব্রনর সমস্যা বেড়ে যেতে পারে।
6/10
ছবি সূত্র- পিক্সেলস। অতিরিক্ত স্ক্রাবের ব্যবহারে যেহেতু স্কিন পোরসগুলি মুক্ত হয়ে যায়, তাই ত্বকে সহজে ইনফেকশন হতে পারে। বলিরেখার সমস্যাও দেখা দিতে পারে কম বয়সেই।
7/10
ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে যদি নিয়মিত স্ক্রাব ব্যবহার করেন তাহলে পোরসগুলি আরও বেশি করে উন্মুক্ত হয়ে যাবে। এর ফলে সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব বেশি মাত্রায় পড়বে ত্বকের উপর। ত্বকে দ্রুত ট্যান পড়তে পারে।
8/10
ছবি সূত্র- পিক্সেলস। আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে স্ক্রাবের ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকুন। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করুন।
9/10
ছবি সূত্র- পিক্সেলস। নিয়মিত ত্বকে স্ক্রাবের ব্যবহার ত্বকে গঠন খারাপ করে দেয়। ত্বকে অ্যালার্জি, র‍্যাশ, লালচে ভাব, অস্বস্তি দেখা দিতে পারে।
10/10
ছবি সূত্র- পিক্সেলস। অতিরিক্ত স্ক্রাবের ব্যবহার ত্বকে দাগ ফেলে দিতে পারে। এই দাগ চিরস্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সতর্ক থাকা জরুরি।
Sponsored Links by Taboola