Sania Mirza: দেখতে দেখতে ৬, বিশ্বাসই হচ্ছে না সানিয়ার! ছেলের জন্মদিনে দূরেই থাকলেন শোয়েব
একটা সময় ছেলের জন্মদিন মানেই জমকালো অনুষ্ঠানের আয়োজন করতেন তারকা দম্পতি - সানিয়া মির্জা ও শোয়েব মালিক। বেলুন দিয়ে সাজিয়ে, কেক কেটে সেলিব্রেশন হতো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছেলে ইজহানের জন্মদিন উপলক্ষ্যে বন্ধু, আত্মীয়দের আমন্ত্রণও জানাতেন সানিয়া ও শোয়েব। সোশ্যাল মিডিয়ায় এখনও রয়েছে সেই সব ছবি।
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ইজহানের জন্মদিন। সানিয়া ও শোয়েবের পুত্র ছ'বছর পূর্ণ করল।
ছেলের জন্মদিনে ছবি পোস্ট করে আবেগঘন বার্তাও লিখলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি সানিয়া মির্জা।
সানিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার বাচ্চা, বিশ্বাসই হচ্ছে না তোমার ৬ বছর হয়ে গেল।'
সানিয়া আরও লিখেছেন, 'আমার হাসির একমাত্র কারণ তুমি। জন্মদিনের অনেক শুভেচ্ছা লাড্ডু।'
যদিও ছেলের জন্মদিনে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছাবার্তা জানাননি শোয়েব মালিক। পাকিস্তানের তারকা ক্রিকেটারের সঙ্গে সানিয়ার বিচ্ছেদ হয়ে গিয়েছে।
সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর সানা জাভেদকে বিয়ে করেছেন পাক ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। কয়েকদিন আগেই স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন তিনি।
সানিয়া-শোয়েবের প্রেম, বিয়ে ছিল রূপকথার মতো। যদিও পরে সম্পর্কে অবনতি হয়।
বিচ্ছেদের পর সানিয়া ভারতে বাবা-মার সঙ্গে থাকেন। ছেলেও রয়েছে সানিয়ার সঙ্গেই। ছবি - সানিয়া ও শোয়েবের ফেসবুক থেকে নেওয়া ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -