Shubman Gill Record: অনবদ্য শুভমন, হায়দরাবাদে দ্বিশতরানে ভাঙলেন তিন রেকর্ড
বুধবার রাজীব গাঁধী স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন শুভমন গিল। ভারত-নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন গিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগিলের ইনিংস সাজানো ছিল ১৯টি চার ও নয়টি ছক্কায়। ৮৭ বলে শতরান পূরণ করার পর আরও আগ্রাসী মেজাজে ব্যাট করে দ্বিশতরান হাঁকান তিনি।
এই অনবদ্য দ্বিশতরানের সুবাদে এক, দুই নয়, একইসঙ্গে তিন তিনটি রেকর্ড ভেঙে ফেললেন শুভমন গিল।
ঈশান কিষাণ বাংলাদেশের বিরদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে রোহিত শর্মার কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করার রেকর্ড ভেঙেছিলেন।
এবার কিষাণের রেকর্ড ভাঙলেন গিল। ২৩ বছর ১৩২ দিনে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকান ভারতীয় তরুণ গিল।
এই ম্যাচেই তিনি দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে হাজার রান করার কৃতিত্বও নিজের নামে করেন। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল।
বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। দুই তারকাকে পিছনে ফেলে এই রেকর্ড নিজের নামে করলেন ভারতীয় তরুণ।
এখানেই শেষ নেয়। সচিন তেন্ডুলকরেরও এক সর্বকালীন রেকর্ড ভাঙলেন গিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বকালের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর করলেন গিল।
গিলের ২০৮ রানের আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের দখলে। তিনি ১৮৬ রান করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -