Shubman Gill: পছন্দের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুচ্ছ ইতিহাস গিলের, আমলা, বিরাটদের পিছনে ফেললেন শুভমন
IND vs ENG 3rd ODI: তৃতীয় ওয়ান ডেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৫৬ রান তোলে ভারতীয় দল।
আমদাবাদে শুভমনের সেঞ্চুরি (ছবি: আইসিসি এক্স)
1/8
আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে একেবারে হাতের তালুর মতো চেনেন শুভমন গিল। সেই মাঠেই ফের একবার জ্বলে উঠল তাঁর ব্যাট
2/8
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডেতে ১১২ রানের ইনিংস খেলেন ভারতের ওপেনিং ব্যাটার। আর এই ইনিংসের সুবাদেই একগুচ্ছ রেকর্ড গড়ে ফেললেন শুভমন গিল।
3/8
৫১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন গিল। তাঁর শতরান আসে ৯৫ বলে।
4/8
৫০ ওয়ান ডে ইনিংস শেষে গিলের মোট সংগ্রহ ২৫৮৭ রান। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি সর্বকালের সর্বোচ্চ।
5/8
এই কয়টি ইনিংসে সাতটি আন্তর্জাতিক ওয়ান ডে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্বও কিন্তু আর কোনও ব্যাটারের নেই।
6/8
প্রথম ব্যাটার হিসাবে তিনি আমদাবাদে তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি হাঁকালেন।
7/8
পাশাপাশি ৫০তম ওয়ান ডেতে সেঞ্চুরি হাঁকানো প্রথম ভারতীয় ব্যাটারের নামও শুভমন গিল।
8/8
প্রথমে কোহলি ও পরে শ্রেয়সের সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন শুভমন। তাঁর ব্যাটে ভর করেই এদিন ৩৫৬ রান তোলে ভারতীয় দল। ছবি- বিসিসিআই, আইসিসি
Published at : 12 Feb 2025 07:06 PM (IST)