Shubman Gill: ভারতের টেস্ট অধিনায়ক হিসাবে গিলেই আস্থা নির্বাচকদের, নেতা শুভমনের রেকর্ড কেমন?
Indian Cricket Team: ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে না হলেও, টি-টোয়েন্টিতে পাঁচ ম্যাচে অধিনায়কত্ব করেছেন শুভমন গিল।
অতীতে টিম ইন্ডিয়াকে একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন গিল (ছবি: পিটিআই)
1/9
শনিবার, ২৪ মে ভারতের আসন্ন ইংল্য়ান্ড সফরের জন্য় দল ঘোষণা করার কথা ছিল। দলের নতুন অধিনায়কও এদিন নির্বাচিত হতো।
2/9
সেই মতোই এদিন ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়।
3/9
জল্পনা মতোই টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হন শুভমন গিল। ঋষভ পন্থকে তাঁর সহ-অধিনায়ক ঘোষণা করা হয়।
4/9
ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক গিল, দেশের পঞ্চম সর্বকনিষ্ঠ নেতাও বটে।
5/9
ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গিলকেই যোগ্য উত্তরসূরি দাবি করেন নির্বাচকপ্রধান অজিত আগরকর।
6/9
তিনি বলেন, 'এক, দুই সফরের জন্য তো আর কেউ অধিনায়ক বাছাই করে না। ভবিষ্যতের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া দরকার যা আমাদের এগিয়ে নিয়ে যাবে। সবাই ওর উন্নতিটা দেখেছে। আশা করছি আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ওর প্রতি আস্থা রয়েছে এবং সেই কারণেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'
7/9
আইপিএলে নেতা শুভমন গিলকে সবাই দেখেছেন। গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে তিনি ১৪টি ম্যাচ জিতেছেন, হেরেছেন ১১টি।
8/9
অতীতে টেস্টে না হলেও, ভারতীয় দলকে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন গিল। এর মধ্যে জয় এসেছে চারটি ম্যাচে।
9/9
তবে টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ হতে চলেছে। ইংল্যান্ডের কঠিন পরিবেশে কিন্তু নিঃসন্দেহেই অধিনায়ক গিলের দিকে সকলের নজর থাকবে। ছবি-পিটিআই
Published at : 24 May 2025 06:18 PM (IST)