IND vs NZ: ঘরের মাঠে কিউয়ি চ্যালেঞ্জ, তিন টেস্টের সিরিজ়েই মাইলফলক গড়তে পারেন একাধিক ভারতীয় তারকা
বিশ্বের যে প্রান্তেই ম্যাচ হোক না কেন, সবসময়ই বিরাট কোহলির দিকে বিশেষ নজর থাকে। আর কোহলির মাঠে নামা মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সিরিজ়েও বিরাট কোহলির সামনে মাইলফলক স্পর্শ করার হাতছানি। তিনি আর মাত্র ৫৩ রান করলেই সচিন, রাহুল দ্রাবিড়দের পর চতুর্থ ভারতীয় হিসাবে টেস্টে নয় হাজার রান করতে পারেন।
অনেকেই শুভমন গিলকে বিরাটের উত্তরসূরি বলে মনে করেন। তিনি একদিকে যেমন দুই হাজার টেস্ট রানের গণ্ডি পার করার হাতছানি রয়েছে, তেমনই আবার আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে পাঁচ হাজার রানও পূর্ণ করে ফেলতে পারেন গিল।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে পাঁচ হাজার রানও পূর্ণ করে ফেলতে পারেন গিল। ভারতের টপ অর্ডার ব্যাটার এখনও পর্যন্ত ২৭টি টেস্টে ১৬৫৬ রান করেছেন। অপরদিকে, তিন ফর্ম্যাট মিলিয়ে ৯৫ ম্যাচ ও ১১৮ ইনিংসে তাঁর সংগ্রহ ৪৫৬২ রান।
যশস্বী জয়সওয়াল এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট না খেললেও, আন্তর্জাতিক আঙিনায় নিজের পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। টেস্ট এবং টি-টোয়েন্টি মিলিয়ে ইতিমধ্যেই ৪৯.৭৪ গড়ে ১৯৪০ রান করে ফেলেছেন। দুই হাজার রান পূরণ করতে তাঁর আর ৬০ রান দরকার।
পাশাপাশি এই সিরিজ়ে আর পাঁচটি ছক্কা হাঁকালেও চলতি বছরে তাঁর টেস্টে ছক্কার সংখ্যা দাঁড়াবে ৩৪। সেক্ষেত্রে ম্যাকালামকে পিছনে ফেলে এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক তিনিই হবেন।
অন্যদিকে কেএল রাহুল আর ৩১ রান করতে পারলেই তিন হাজার টেস্ট রান সম্পূর্ণ করে ফেলবেন।
ঋষভ পন্থের সামনেও কিন্তু মাইলফলকের হাতছানি রয়েছে। পাঁচ হাজার আন্তর্জাতিক রানের গণ্ডি পার করতে পারেন তিনি। পন্থ আপাতত ১৫৩টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৫১২ রান করেছেন।
বোলারদের মধ্যে কুলদীপ যাদবের সামনেও মাইলফলকের হাতছানি। এই সিরিজ়ে চায়নাম্যান বোলার যদি ছয়টি উইকেট নেন, তাহলে তিনি ১৩তম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট নিয়ে ফেলবেন। কুলদীপ এখনও পর্যন্ত ২২.৩০ গড়ে ২৯৪টি উইকেট নিয়েছেন। ছবি- পিটিআই/ বিসিসিআই এক্স
- - - - - - - - - Advertisement - - - - - - - - -