Turmeric Milk: প্রায়ই হলুদ-দুধ খাচ্ছেন ? সতর্ক থাকতে হবে এই বিষয়ে
Turmeric Milk: রাতে শুতে যাওয়ার আগে দুধের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে খাওয়া খুবই উপকার দেয়। সামগ্রিক স্বাস্থ্যের খেয়াল রাখে এই টোটকা। তবে সকলের জন্য আবশ্যিক নয় হলুদ-দুধ খাওয়া।
হলুদ দুধ রোজ খেতে পারবেন না এই ব্যক্তিরা
1/9
রাতে শুতে যাওয়ার আগে দুধের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে খাওয়া খুবই উপকার দেয়। সামগ্রিক স্বাস্থ্যের খেয়াল রাখে এই টোটকা।
2/9
তবে সকলের জন্য আবশ্যিক নয় হলুদ-দুধ খাওয়া। কোনো কোনো ব্যক্তির পক্ষে এই হলুদ-দুধ খেলেই সমস্যা বাড়তে পারে।
3/9
দীর্ঘ সময় ধরে নিত্যদিন হলুদ-দুধ খেতে থাকলে তার বিরূপ প্রভাব পড়তে পারে শরীরে। ফলে এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার।
4/9
প্রথমত যে সমস্ত ব্যক্তিদের গ্যাস-অম্বল বা বদহজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে রোজ হলুদ-দুধ খাওয়া উচিতও নয়।
5/9
হলুদ-দুধের কারণে অ্যালার্জি জনিত সমস্যাও দেখা দিতে পারে। শ্বাসকষ্ট, চুলকুনি, র্যাশ ইত্যাদি দেখা দিতে পারে।
6/9
আপনার ডায়াবেটিস থাকলে বা কেমোথেরাপি চললে তবে আপনি হলুদ-দুধ খেতে পারবেন না। খেলে সমস্যা হতে পারে।
7/9
হলুদ-দুধ রোজ খেলে পিত্ত উৎপাদন বেড়ে যায়। ফলে অগ্ন্যাশয়ের সমস্যা বেড়ে যেতে পারে। এমনকী কিডনিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
8/9
হলুদ দুধ রক্তে শর্করার পরিমাণ কমাতে খুবই কাজে দেয়। তবে যে সমস্ত ব্যক্তির লো প্রেশারের সমস্যা রয়েছে, তাদের এটা খাওয়া উচিত নয়।
9/9
image 9
Published at : 15 Oct 2024 05:22 PM (IST)