Smriti Mandhana Record: মিতালির রেকর্ড ভেঙে চুরমার, প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন স্মৃতি

মহিলা ক্রিকেটের ইতিহাসে নিজের নাম খোদাই করে ফেললেন স্মৃতি মান্ধানা। শুক্রবার অনন্য এক কীর্তির মালকিন হলেন ভারতীয় তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৪ হাজার রান করলেন স্মৃতি। পেরিয়ে গেলেন কিংবদন্তি মিতালি রাজকে।

মহিলাদের ক্রিকেটে নিজের নাম আরও উঁচু জায়গায় প্রতিষ্ঠিত করে ফেললেন বাঁহাতি ব্যাটার। মাত্র ৯৫ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান করলেন স্মৃতি।
আন্তর্জাতিক ক্রিকেটে মিতালি ১১২ ইনিংসে ৪ হাজার রান পূর্ণ করেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল স্মৃতির ব্যাটে।
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম চার হাজার রান করার তালিকায় স্মৃতি রয়েছেন তিন নম্বরে।
৮৬ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান করে তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ক। ৮৯ ইনিংসে একই মাইলফলক স্পর্শ করে দুইয়ে মেগ ল্যানিং।
শুক্রবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। সেই ম্যাচেই এই কীর্তি গড়লেন স্মৃতি।
২৩৯ রান তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেটে লক্ষ্যপূরণ করেন স্মৃতিরা।
ইনিংস ওপেন করতে নেমে ভারতের অধিনায়ক স্মৃতি ২৯ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে বড় ভূমিকা নেন।
৯৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -