Smriti Mandhana: পলাশের সঙ্গে বিয়ে ভাঙার পর ঘরবন্দি স্মৃতি, কৌন বনেগা ক্রোড়পতি ও বিশেষ ক্রিকেট ম্যাচ বাতিল

Smriti Mandhana Marriage: মহিলাদের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের নিয়ে কৌন বনেগা ক্রোড়পতির স্পেশ্যাল একটি পর্ব শ্যুট করেছেন অমিতাভ বচ্চন। কিন্তু স্মৃতি এড়িয়ে যান।

Continues below advertisement

স্মৃতি-পলাশের বিয়ে স্থগিত। - ইনস্টাগ্রাম

Continues below advertisement
1/10
প্রস্তুতি ছিল তুঙ্গে। ২৩ নভেম্বর সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার।
2/10
দীর্ঘদিনের প্রেম দুই তারকার। কিন্তু বিয়ের ঠিক আগে সব ওলটপালট হয়ে গেল।
3/10
প্রথমে জানা যায় যে, বিয়ের অনুষ্ঠানের মাঝেই স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হায়পাতালে ভর্তি হওয়ায় স্মৃতির বিয়ে স্থগিত হয়ে গিয়েছে। পলাশকেও এরপর ভর্তি করতে হয় হাসপাতালে।
4/10
তারপর জানা যায় অন্য গল্প। পলাশের সঙ্গে নাকি অন্য এক তরুণীর সম্পর্কের কথা জানতে পেরে যান স্মৃতি। তার জন্যই নাকি বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসা।
5/10
জানা যায়, মেরি ডি কোস্তা নামের এক তরুণী, যিনি কি না স্মৃতিরই বান্ধবী, তাঁর সঙ্গে অন্তরঙ্গ চ্যাট করেছেন পলাশ। তাঁকে সমুদ্র সৈকতে নিয়ে যাওয়া, একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দিয়েছেন।
Continues below advertisement
6/10
কেউ কেউ এমনও বলেন যে, পলাশ ও মেরিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন স্মৃতি। মেরি নাকি পলাশ-স্মৃতির বিয়ের কোরিওগ্রাফিও করেছিলেন।
7/10
বিয়ে ভাঙার পর নিজেরে ঘরবন্দি করে রেখেছেন স্মৃতি। ঘনিষ্ঠরা বলছেন, মানসিকভাবে বিধ্বস্ত ভারতীয় তারকা।
8/10
মহিলাদের বিশ্বকাপজয়ী দলের সদস্যদের নিয়ে কৌন বনেগা ক্রোড়পতির স্পেশ্যাল একটি পর্ব শ্যুট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে হরমনপ্রীত কৌর থেকে শুরু করে কোচ অমল মুজুমদার, সকলেই হাজির ছিলেন। কিন্তু স্মৃতি এড়িয়ে যান। তাঁর জন্য বরাদ্দ ভ্যানিটি ভ্যানটি ফাঁকাই পড়ে থাকে।
9/10
বিয়ের আগে বরপক্ষ একাদশ ও কনেপক্ষ একাদশের একটি ক্রিকেট ম্যাচের পরিকল্পনাও ছিল। সেই ম্যাচটিও ভেস্তে গিয়েছে।
10/10
পরে মেরি ডি কোস্তা নামক ওই তরুণী দাবি করেন যে, তিনি পলাশকে চেনেন না। ওই চ্যাটের স্ক্রিনশটও ভুয়ো বলে দাবি করেন ওই মহিলা। - ছবি - ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola