Women's Cricket: সম্পত্তির নিরিখে ধনীতম মহিলা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন কারা?
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার সারা টেলর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৯ সালে অবসর নিলেও বিশ্বের ধনীতম মহিলা ক্রিকেটারদের অন্যতম সারা। তাঁর সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা।
তালিকায় সারার আগে চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর মোট অর্থের পরিমাণ ভারতীয় মুদ্রায় ২৩ কোটি টাকা।
বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি, আন্তর্জাতিক ম্য়াচের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য তো অর্থ পানই, পাশাপাশি বিজ্ঞাপন মারফতও অর্থ উপার্জন করেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত।
ভারতীয় অধিনায়কের ঠিক আগে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় মহিলা দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং বিজ্ঞাপন থেকে উপার্জন করেন স্মৃতি।
ভারতীয় মহিলা তারকা ক্রিকেটারের সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩৩ কোটি টাকা।
বিশ্বের সর্বকালের সফলতম ক্রিকেটার তথা অধিনায়কের নাম উঠলে অস্ট্রেলিয়ান মেগ ল্যানিংয়ের নাম উঠতে বাধ্য। গত বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মেগ ল্যানিং।
তবে তাঁর দখলে দুইটি ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ ও পাঁচটি বিশ ওভারের বিশ্বকাপ জয়ের কৃতিত্ব রয়েছে। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের সম্পত্তির পরিমাণ প্রায় ৭৫ কোটি টাকা।
তালিকার শীর্ষে রয়েছেন ল্যানিংয়ের প্রাক্তন সতীর্থ তথা আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি এলিস পেরি। মতান্তরে তিনিই সর্বকালের সর্বসেরা মহিলা ক্রিকেটার।
তারকা অলরাউন্ডারের ২২ গজে তো বটেই, ২২ গজের বাইরে বিভিন্ন ব্র্যান্ডের মুখ হিসাবেও প্রবল চাহিদা রয়েছে। তাঁর সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় ১১৭ কোটি টাকারও বেশি। ছবি- পিটিআই সারা টেলরের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -