CAB Foundation Day: প্রতিষ্ঠা দিবসে মধ্যমণি সৌরভ, ক্যান্সার আক্রান্তদের পাশে সিএবি, রক্তদান করলেন কতজন?

সিএবি-র ৯৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সাড়ম্বরে। উৎসবের আলোয় সাজানো হল ইডেন গার্ডেন্সকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সেই সঙ্গে পালিত হল ৪৫তম ফ্র্যাঙ্ক ওরেল ডে। সেই উপলক্ষ্যে বিরাট রক্তদান শিবির আয়োজিত হল সিএবি-তে।

৩ ফেব্রুয়ারি সিএবি-র প্রতিষ্ঠা দিবস। তবে সেদিন সরস্বতী পুজো থাকায় ৪ ফেব্রুয়ারি হল পালন। রক্তদান শিবিরও হল ৪ ফেব্রুয়ারি।
রক্তদান করলেন মোট ৪২৫ জন। সিএবি-র উদ্যোগে ৬ ফেব্রুয়ারি বিভিন্ন জেলায় আয়োজিত হবে রক্তদান শিবির।
প্রতিষ্ঠা দিবসে সিএবি-র পতাকা উত্তোলন করেন প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছিলেন সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, প্রাক্তন সচিব বাবলু কোলে, সদস্য রবি মিত্র।
অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন সিএবি-র প্রাক্তন প্রেসিডেন্ট, কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।
ফ্র্যাঙ্ক ওরেল ডে উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহও দেন সৌরভ।
এদিন সিএবি-র তরফে নেওয়া হয় আরও এক মহৎ উদ্যোগ। ডক্টর বি সি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চাইল্ড, থ্যালাসেমিয়া সোশ্যাইটি অফ ইন্ডিয়া ও ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের শিশুদের হাতে ফল ও ফুল তুলে দেন সিএবি-র অবজার্ভার কমিটির প্রধান শ্রীমন্ত মল্লিক ও জেলা কমিটির চেয়ারম্যান অঞ্জন দাশগুপ্ত।
রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় প্রাক্তন ক্রিকেটার চন্দু বোরডের স্বাক্ষরিত সার্টিফিকেট। সিএবি-কে শুভেচ্ছাও জানিয়েছেন বোরডে।
প্রত্যেক বছরের মতোই বিশেষ এই দিন ঘিরে ময়দানে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ছবি - সিএবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -