Sourav Ganguly: জন্মদিনে ফিরে দেখা সৌরভ গঙ্গোপাধ্যায়ের এমন কিছু রেকর্ড যা ভাঙা কার্যত অসম্ভব
Sourav Ganguly birthday: আজই ভারতের প্রাক্তন অধিনায়ক ৫২ পেরিয়ে ৫৩-এ পা দিলেন।
জন্মদিনে এক নজরে সৌরভের কিছু রেকর্ড
1/10
আজ ৮ জুলাই। এই দিনটি ভারতীয় ক্রিকেট বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ আজই তো সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন।
2/10
অধিনায়কত্ব থেকে বোর্ড সভাপতি, ভারতীয় ক্রিকেটের হয়ে একাধিক দায়িত্ব পালন করেছেন সৌরভ, নিয়েছেন সব কঠিন কঠিন সিদ্ধান্ত। সেই
3/10
'প্রিন্স অফ ক্যালকাটা'-ই আজ ৫৩-এ পা দিলেন।
4/10
সৌরভ গঙ্গোপাধ্যায় জন্মদিনে ফিরে দেখা তাঁর এমন কিছু রেকর্ড যা আজও তাঁরই দখলে রয়েছে।
5/10
সৌরভ ১৯৯৯ সালে শ্রীলঙ্কা বিরুদ্ধে ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন। আজও তা বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড।
6/10
সেই একই ম্যাচে আরও এক রেকর্ড গড়েছিলেন সৌরভ, যা আজও অক্ষুন্ন।
7/10
সেই ম্যাচে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর ৩১৮ রানের পার্টনারশিপ বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ।
8/10
১৯৯৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা চার ওয়ান ডে ম্য়াচে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। এই কৃতিত্ব আর কোনও ক্রিকেটারের নেই।
9/10
২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ। এটাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সর্বোচ্চ স্কোর।
10/10
২০০৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে সৌরভ নিজের কেরিয়ারের একমাত্র টেস্ট দ্বিশতরান হাঁকান। তাঁর করা ২৩৯ রান আজও কোনও বাঁ-হাতি ভারতীয় ব্যাটারের টেস্টে সর্বোচ্চ স্কোর।
Published at : 08 Jul 2025 04:47 PM (IST)