Sourav Ganguly: প্রতিবাদে মোমবাতি জ্বেলেছিলেন, এবার RG কর কাণ্ডে এই দাবি করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় তিনিও বিচলিত। কড়া ভাষায় নিন্দা করেছিলেন গোটা ঘটনার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সৌরভ গঙ্গোপাধ্যায় ফের আর জি কর কাণ্ড নিয়ে সরব হলেন। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন দোষীদের।
সোমবার কলকাতায় একটি ইলেকট্রিক স্কুটি প্রস্তুতকারী সংস্থার অনুষ্ঠানে গিয়ে সৌরভ বলেন, 'যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। আর এমন শাস্তি দিতে হবে, তা যেন সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থেকে যায়।'
এর আগেও আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদে সরব হয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেছিলেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।'
সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্য়ায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরী থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।
সৌরভ নিজে মোমবাতি জ্বেলে সেই প্রতিবাদে শামিল হয়েছিলেন।
তাঁর স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, কন্যা সানা গঙ্গোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। মিছিলে হেঁটেছিলেন বিচারের দাবিতে।
সৌরভ সোমবার বলেছেন, 'আমি সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে এখনও কিছু জানি না। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, নির্যাতিতা মেয়েটি যেন সুবিচার পায়।'
সৌরভ আরও বলেন, 'বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তা সত্যিই দেখার মতো।'
আর জি কর কাণ্ড নিয়ে ন্যায়বিচারের দাবি আগেও তুলেছেন সৌরভ। ছবি - পিটিআই ও নিজস্ব চিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -