Sourav On RG Kar: আর জি কর ইস্যুতে প্রতিবাদ, স্ত্রী-কন্যাকে পাশে নিয়ে মোমবাতি জ্বালিয়ে সোচ্চার হলেন সৌরভ
আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জ্বালালেন মোমবাতিও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন ডোনার দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীদের সঙ্গে আর জি কর ইস্যুতে প্রতিবাদে সোচ্চার হয়ে পথে নেমেছিলেন সৌরভ। সবাই মিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন।
মেয়ে সানার সঙ্গে মোমবাতিও জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা গেল সৌরভকে। এর আগে সাংবাদিকদের সামনেও এই ইস্যুতে মুখ খুলে দোষীদের শাস্তির দাবি তুলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এদিন আর জি কর ইস্যুতে মুখ খোলেন সানা গঙ্গোপাধ্য়ায়ও। তিনি বলেন, ''আজ প্রবল বৃষ্টি হচ্ছে। তবুও আমাদের এগিয়ে আসতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, এই ঘটনায় দোষীদের শাস্তি না পাওয়া পর্যন্ত লড়াই জারি রাখতে হবে।''
দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা সকলে ঠিক করেছিলেন, এইরকম শোকের আবহে কালো পোশাক পরে রাস্তায় নামবেন তাঁরা। সেই মতই সবাই হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নেমেছিলেন।
ডোনা ও সানাকে দেখা যায় মোমবাতি জ্বালিয়ে সমবেত সঙ্গীত গেয়ে প্রতিবাদ করতে। এরপর বৃষ্টি মাথায় একটি মিছিলও করেন তাঁরা।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আগেও সরব হয়েছে সৌরভ। জানিয়েছেন, মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর।
সৌরভ এর আগে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন, ''এখন আন্দোলন অনেকটা এগিয়েছে। সিবিআই এবার দায়িত্ব নিয়েছে। তদন্তভার নিয়েছে তাঁরা। এই ঘটনা ভীষণই লজ্জাজনক। আশা করব সিবিআই যাঁরা তদন্ত করছে, দোষীদের চিহ্নিত করতে পারলে কড়া শাস্তি দেওয়া উচিত। যাতে পরবর্তী সময়ে এরকম কিছু করার আগে মানুষ বারবার ভাববে।''
আন্দোলনকারীদের সমর্থনে সৌরভ বলছেন, ''একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন বেহাল না হয়।''
- - - - - - - - - Advertisement - - - - - - - - -