Sourav On Sachin: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ
তাঁরা ক্রিকেট মাঠের দীর্ঘদিনের সতীর্থ, বন্ধু। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সচিন তেন্ডুলকরকে নিয়ে অজানা এক কাহিনি শোনালেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসৌরভ জানিয়েছেন, কীভাবে ভাঙা পাঁজর নিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে ব্যাটিং করেছিলেন সচিন। সেই কারণেই যে সচিন মহানদের দলে, জানিয়েছেন সৌরভ।
সৌরভ জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ চলছিল। যে দ্বৈরথকে ক্রিকেটবিশ্বের সেরা আকর্ষণ মনে করা হয়।
সৌরভ জানিয়েছেন, তিনি সচিনের বড় ভক্ত। কারণ? একটি ঘটনার কথা বলেছেন সৌরভ।
সৌরভ জানিয়েছেন, শোয়েব আখতারের বল তীব্র গতিতে আছড়ে পড়েছিল সচিনের পাঁজরে। কিন্তু সচিন কোনও আওয়াজ করেননি। যন্ত্রণা বুঝতেই দেননি।
সেই আঘাতের পরেও সচিন ব্যাট করে যান। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে রানও করেন।
পরের দিন সকালে দেখা যায়, সচিনের পাঁজর দু'জায়গায় ভেঙেছে। যা দেখে তাজ্জব হয়ে যান সৌরভও।
পাক ফাস্টবোলার শোয়েব আখতারকে বিশ্বের সর্বকালের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন পেসার বলা হয়। তাঁর বলের আঘাতে সচিনের পাঁজর টুকরো হয়ে গিয়েছিল।
কী করে সেই প্রবল আঘাত সামলে সারাদিন ধরে ব্যাটিং করে গিয়েছিলেন সচিন, তা আজও সৌরভের কাছে বিস্ময়। এ জন্যই সচিন মহান ক্রিকেটার, জানিয়েছেন সৌরভ।
প্রবল প্রতিপক্ষ শোয়েবও সচিনকে নিয়ে মুগ্ধতার কথাই জানিয়েছেন বারবার। সচিনই তাঁর দেখা সেরা ব্যাটার, একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। ছবি - পিটিআই, গেটি ইমেজেস ও শোয়েব আখতারের ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -