Stuart Broad: বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা ব্রডের, ফিরে দেখা তারকা বোলারের ১০ রেকর্ড
স্টুয়ার্ট ব্রডের দখলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সর্বাধিক ১৫১টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেস্টের সর্বকালীন ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে নিজের কেরিয়ার শেষ করবেন ব্রড। ইংল্যান্ড তারকার দখলে ৬০২টি উইকেট রয়েছে।
মাত্র দ্বিতীয় ফাস্ট বোলার হিসাবে তিনি দিনকয়েক আগেই ৬০০টি টেস্ট উইকেট নিয়েছিলেন।
ব্যাট হাতেও তিনি কিন্তু টেস্টে ৩৫০০ অধিক রান করেছেন। নয় নম্বরে নেমে তাঁর ১৬৯ রান টেস্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
সব ফর্ম্যাট মিলিয়ে ব্রড ৮৪৫টি উইকেট নিয়েছেন, যা সর্বকালের সপ্তম সর্বোচ্চ।
ইংল্যান্ডের হয়ে তিনি সতীর্থ জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেটে নিয়েছেন।
ব্রড কিন্তু টেস্ট বিশেষজ্ঞ হিসাবে পরিচিত হলেও, ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। একদা ব্রডই বিশ ওভারের ফর্ম্যাটে ইংল্যান্ডের সর্বাধিক উইকেটসংগ্রাহক (৬৫) ছিলেন। বর্তমানে তিনি তৃতীয় স্থানে রয়েছেন।
ডেভিড ওয়ার্নার ও ব্রডের দ্বৈরথ বেশ প্রসিদ্ধ। অজি ওপেনারকে লাল বলের ক্রিকেটে ১৭ বার আউট করেছেন ব্রড। একজন নির্দিষ্ট ব্যাটারকে আউট করার তালিকায় এটি তৃতীয় স্থানে রয়েছে।
চলতি টেস্ট ম্যাচটি ব্রডের কেরিয়ারের ১৬৭তম ম্যাচ, যা সর্বকালের পঞ্চম সর্বোচ্চ।
দুইবার টেস্ট হ্য়াটট্রিক নেওয়া চার বোলারদের অন্যতম হলেন ব্রড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -