কেন স্বাধীনতা দিবসেই পরপর অবসর ঘোষণা করেছিলেন ধোনি ও রায়না? নেপথ্যে রয়েছে বিশেষ কারণ
২০২০ সালের ১৫ অগাস্ট ভারতের দুই বিশ্বজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর ঠিক কয়েক মুহূর্ত পরেই আরেক বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানান।
দুই তারকার গভীর বন্ধুত্ব সম্পর্কে সকলেই অবগত। জাতীয় দলের পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চুটিয়ে একসঙ্গে খেলেছেন রায়না ও ধোনি।
একই দিনে তাঁদের অবসরের সিদ্ধান্ত,তাও আবার স্বাধীনতা দিবসের দিন। এর পিছনে ছিল এক বিশেষ কারণ।
২০২০ সালে গোটা দেশজুড়ে ৭৪তম স্বাধীনতা দিবস পালন হচ্ছিল। এই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে ধোনি ও রায়নার ওই দিনে অবসরের আসল কারণ।
ধোনির সাত নম্বর জার্সি পরেই খেলতেন। আর রায়নার জার্সি নম্বর ছিল তিন। সেই কারণেই ভারতের স্বাধীনতার ৭৩তম বর্ষ উদযাপন করে দুই তারকা অবসর নিয়েছিলেন।
এই সিদ্ধান্ত পূর্বনির্ধারিত ছিল বলেও জানান রায়না।
প্রাক্তন ভারতীয় ব্যাটার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'ধোনির জার্সি নম্বর সাত ও আমার তিন। একসঙ্গে মেলালে সেটা ৭৩ দাঁড়ায়। ১৫ অগাস্ট, ২০২০ সালে ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করে। আমার মতে তাই অবসর ঘোষণার জন্য ওর থেকে ভাল দিন আর ছিল না।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেও দুই তারকা সিএসকের হয়ে একসঙ্গে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন।
রায়না অবশ্য আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তবে ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ছবি: গেটি-রায়নার ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -