কেন স্বাধীনতা দিবসেই পরপর অবসর ঘোষণা করেছিলেন ধোনি ও রায়না? নেপথ্যে রয়েছে বিশেষ কারণ

Suresh Raina: ১৫ অগাস্ট, ২০২০ সালে কেন ধোনি ও তাঁর পরপর অবসর নেওয়ার বিষয়টি পূর্বনির্ধারিত ছিল বলেই জানান সুরেশ রায়না।

২০২০ সালে পরপর অবসর ঘোষণা করেন ধোনি, রায়না (ছবি: গেটি/ রায়নার ইনস্টাগ্রাম)

1/10
২০২০ সালের ১৫ অগাস্ট ভারতের দুই বিশ্বজয়ী দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন।
2/10
তাঁর ঠিক কয়েক মুহূর্ত পরেই আরেক বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানান।
3/10
দুই তারকার গভীর বন্ধুত্ব সম্পর্কে সকলেই অবগত। জাতীয় দলের পাশাপাশি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে চুটিয়ে একসঙ্গে খেলেছেন রায়না ও ধোনি।
4/10
একই দিনে তাঁদের অবসরের সিদ্ধান্ত,তাও আবার স্বাধীনতা দিবসের দিন। এর পিছনে ছিল এক বিশেষ কারণ।
5/10
২০২০ সালে গোটা দেশজুড়ে ৭৪তম স্বাধীনতা দিবস পালন হচ্ছিল। এই সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে ধোনি ও রায়নার ওই দিনে অবসরের আসল কারণ।
6/10
ধোনির সাত নম্বর জার্সি পরেই খেলতেন। আর রায়নার জার্সি নম্বর ছিল তিন। সেই কারণেই ভারতের স্বাধীনতার ৭৩তম বর্ষ উদযাপন করে দুই তারকা অবসর নিয়েছিলেন।
7/10
এই সিদ্ধান্ত পূর্বনির্ধারিত ছিল বলেও জানান রায়না।
8/10
প্রাক্তন ভারতীয় ব্যাটার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'ধোনির জার্সি নম্বর সাত ও আমার তিন। একসঙ্গে মেলালে সেটা ৭৩ দাঁড়ায়। ১৫ অগাস্ট, ২০২০ সালে ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করে। আমার মতে তাই অবসর ঘোষণার জন্য ওর থেকে ভাল দিন আর ছিল না।'
9/10
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরেও দুই তারকা সিএসকের হয়ে একসঙ্গে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন।
10/10
রায়না অবশ্য আইপিএল থেকেও অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তবে ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। ছবি: গেটি-রায়নার ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola