Suryakumar Yadav Record: দল হারলেও, একইদিনে কোহলি-বাবরের কৃতিত্বে ভাগ বসালেন সূর্যকুমার যাদব
পাকিস্তান ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা মহম্মদ রিজওয়ান। পাক কিপার-ব্যাটার বিশ ওভারের ফর্ম্যাটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি ৫০টি টি-টোয়েন্টি ইনিংসের পর ১৬ বার অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন।
চতুর্থ স্থানে রয়েছেন ভারতের কিপার-ব্যাটার কেএল রাহুল।
টপ অর্ডার থেকে মিডল অর্ডার, রাহুল সব জায়গাতেই ব্যাট করতে স্বাচ্ছন্দ্য। তিনি ৫০টি ইনিংসের পর রিজওয়ানের থেকে এক বেশি ১৭ বার অর্ধশতরানের গণ্ডি পার করেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি অর্ধশতরানের মালিক বাবর আজম।
তিনি নিজের প্রথম ৫০টি ইনিংসে ১৮ বার অর্ধশতরানের গণ্ডি পার করেন, যা সর্বাধিক।
তবে তিনি একা নন, এই তালিকায় আরও দুই ভারতীয় রয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন বিরাট কোহলি।
কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে চার হাজার রান করেছেন। তিনিও বাবরের মতো ৫০ ইনিংস পরে ১৮ বার ৫০ রানের গণ্ডি পার করেছিলেন।
এই তালিকায় নতুন সংযোজন হলেন সূর্যকুমার যাদব। রবিবারই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়ে তালিকায় সামিল হন বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার।
তবে তাঁর ৬১ রানের ইনিংস দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -