Suryakumar Yadav: রামধনুর দেশে সিরিজ় জয়ের লক্ষ্যে ভারত, একাধিক রেকর্ডের হাতছানি ব্যাটার সূর্যকুমারের সামনে
মাত্র চার বছর আগে অভিষেক ঘটালেও ইতিমধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে গিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭৪ ম্যাচে ৪২.৪০ গড় ও ১৬৯.৪৮ স্ট্রাইক রেটে ২৫৪৪ রান করা সূর্যর রেকর্ডও চোখধাঁধানো।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু একাধিক রেকর্ড গড়ার হাতছানি সূর্যকুমারের সামনে।
তিনি আর মাত্র ১০৭ রান করলেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন সূর্য।
তিনি আপাতত সাত ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৪৬ রান করেছেন। ২১ ম্যাচে ৪৫২ রান করা ডেভিড মিলারকে টপকে যাওয়ার হাতছানি ভারতীয় অধিনায়কের সামনে।
এছাড়া সূর্যকুমার চার ম্যাচের সিরিজ়ে ছয়টি ছক্কা হাঁকাতে পারলেই দ্রুততম ব্যাটার হিসাবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়ে ফেলবেন।
তিনি আপাতত ৭১ ইনিংসে মোট ১৪৪টি ছয় মেরেছেন। রোহিত শর্মা ও মার্টিন গাপ্টিলের পর তৃতীয় ব্যাটার হিসাবে এই মাইলস্টোন স্পর্শ করবেন সূর্য।
তবে নেতা সূর্য ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত সাফল্যেও মাঠে নামবেন। গতবারও প্রোটিয়া দলের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে অধিনায়ক ছিলেন সূর্য।
তাঁর নেতৃত্বে ভারতীয় দল ১-১ সিরিজ় ড্র করে ভারত। তবে তখন অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন তিনি। এবার পাকাপাকি অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব নিয়ে সিরিজ় জেতানোর লক্ষ্যে তিনি। ছবি: পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -