Suryakumar Yadav: রামধনুর দেশে সিরিজ় জয়ের লক্ষ্যে ভারত, একাধিক রেকর্ডের হাতছানি ব্যাটার সূর্যকুমারের সামনে
IND vs SA T20: গতবার সূর্যর নেতৃত্বাধীন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ১-১ ড্র করেছিল।
একগুচ্ছ রেকর্ডের হাতছানি সূর্যর সামনে (ছবি: পিটিআই)
1/9
মাত্র চার বছর আগে অভিষেক ঘটালেও ইতিমধ্যেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়ে গিয়েছেন তিনি।
2/9
৭৪ ম্যাচে ৪২.৪০ গড় ও ১৬৯.৪৮ স্ট্রাইক রেটে ২৫৪৪ রান করা সূর্যর রেকর্ডও চোখধাঁধানো।
3/9
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিন্তু একাধিক রেকর্ড গড়ার হাতছানি সূর্যকুমারের সামনে।
4/9
তিনি আর মাত্র ১০৭ রান করলেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ়ের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন সূর্য।
5/9
তিনি আপাতত সাত ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩৪৬ রান করেছেন। ২১ ম্যাচে ৪৫২ রান করা ডেভিড মিলারকে টপকে যাওয়ার হাতছানি ভারতীয় অধিনায়কের সামনে।
6/9
এছাড়া সূর্যকুমার চার ম্যাচের সিরিজ়ে ছয়টি ছক্কা হাঁকাতে পারলেই দ্রুততম ব্যাটার হিসাবে ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়ে ফেলবেন।
7/9
তিনি আপাতত ৭১ ইনিংসে মোট ১৪৪টি ছয় মেরেছেন। রোহিত শর্মা ও মার্টিন গাপ্টিলের পর তৃতীয় ব্যাটার হিসাবে এই মাইলস্টোন স্পর্শ করবেন সূর্য।
8/9
তবে নেতা সূর্য ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত সাফল্যেও মাঠে নামবেন। গতবারও প্রোটিয়া দলের বিরুদ্ধে বিশ ওভারের সিরিজ়ে অধিনায়ক ছিলেন সূর্য।
9/9
তাঁর নেতৃত্বে ভারতীয় দল ১-১ সিরিজ় ড্র করে ভারত। তবে তখন অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন তিনি। এবার পাকাপাকি অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব নিয়ে সিরিজ় জেতানোর লক্ষ্যে তিনি। ছবি: পিটিআই
Published at : 07 Nov 2024 09:24 PM (IST)