T20 World Cup 2021:টি ২০ কেরিয়ারে প্রথম বলেই উইকেট নিয়েছেন যে বোলাররা, রয়েছেন দুই ভারতীয়ও
টি ২০ বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। এই সময়ে জেনে নেওয়া যাক, এমন কয়েকজন ক্রিকেটার সম্পর্কে, যাঁরা টি ২০ আন্তর্জাতিক ম্যাচে প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর যে নাম দিয়ে এই তালিকার শুরু করা হচ্ছে, তা অনেককেই চমকে দিতে পারে। হ্যাঁ, এই তালিকায় প্রথম নাম ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির। ২০১১-তে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ ম্যাচে প্রথম বোলিং করেছিলেন কোহলি। তিনি টি ২০ আন্তর্জাতিকে তাঁর প্রথম বলেই ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসনকে আউট করেছিলেন তিনি।
ওই ম্যাচে ৩ ওভারে ২২ রান দিয়ে ওই একটি মাত্র উইকেটই পেয়েছিলেন কোহলি।
আর প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মাইকেল কাসপ্রোউইচ। তিনি ২০০৫-এ টি ২০ ম্যাচে তাঁর প্রথম বলেই নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে আউট করেছিলেন। এভাবে টি ২০ ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচেই প্রথম বলে উইকেট নেওয়ার নজির প্রথম গড়েছিলেন কাসপ্রোউইচ।
বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম ফাস্ট বোলার লকি ফার্গুসন। সদ্যসমাপ্ত আইপিএলের ফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বল করেছিলেন তিনি।
সেইসঙ্গে টি ২০ আন্তর্জাতিকে প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্বও তাঁর রয়েছে।
এই বিশেষ ক্লাবে রয়েছেন ভারতের স্পিনার প্রজ্ঞান ওঝাও। তিনি ২০০৯-এ বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ ম্যাচে অলরাউন্ডার শাকিব আল হাসানকে আউট করেছিলেন।
এভাবে প্রথম ম্যাচেই প্রথম বলে উইকেট নিয়েছিলেন তিনি। ওই ম্যাচে ২১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ওঝা।
ফাস্ট বোলার শন টেটের ২০০৭-এ অস্ট্রেলিয়ার হয়ে টি ২০ ম্যাচে অভিষেক হয়েছিল। প্রথম ম্যাচে প্রথম বলেই তিনি নিউজিল্যান্ডের জেমি হাউ-কে আউট করেছিলেন।
এই তালিকায় নাম রয়েছে নেপালের ক্রিকেটার পারস খড়কারও। সদ্যই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। অলরাউন্ডার পারস হংকংয়ে টি ২০ আন্তর্জাতিক ম্যাচে অভিষেকে প্রথম বলেই উইকেট নিয়েছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -