Semi Final Scenario: বাকি ২ ম্যাচ, দৌড়ে ৪ দল, গ্রুপ ১ থেকে কোন দল কোন অঙ্কে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছবে?
যুগ্মআয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে প্রথম দল হিসাবে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল ইংল্যান্ড। ১০ উইকেট হাতে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবথেকে বেশি, ৬২ বল বাকি থাকতেই নিজেদের জয় সুনিশ্চিত করেন বাটলাররা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতকে শেষ ম্যাচে হারালে অজ়িদের সেমিফাইনালে পৌঁছতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়।
গ্রুপ ১ থেকে কিন্তু এখনও চার দলই সেমিফাইনালে পৌঁছতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের জয়ে জমে গিয়েছে এই গ্রুপ থেকে শেষ চারে পৌঁছনোর লড়াই।
ভারতীয় দল দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ১-র শীর্ষ রয়েছে, নেট রান রেট +২.৪২৫। চলতি বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর জন্য ভারতীয় দল বেশ ভাল জায়গাতেই রয়েছে। তবে টিম ইন্ডিয়ার শেষ চারে যাওয়া কিন্তু এখনও খাতায় কলমে নিশ্চিত নয়।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া অন্তত ৪১ রানে হারলে এবং আফগানিস্তান বাংলাদেশের বিরুদ্ধে অন্তত ৮৩ রানের ব্যবধানে জিতলে, টিম ইন্ডিয়া সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হবে। কারণ বাকি দুই দলের নেট রান রেটই সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার থেকে বেশি হয়ে যাবে।
আপাতত মিচেল মার্শদের দখলে দুই পয়েন্ট রয়েছে। তাঁদের +০.২২৩ নেট রান রেট কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে।
বর্তমানে আফগানিস্তানের দখলে দুই পয়েন্ট, নেট রান রেট -০.৬৫০। ভারত অস্ট্রেলিয়াকে হারালে আর আফগানিস্তান বাংলাদেশকে হারালে রশিদদের সেমিফাইনাল নিশ্চিত।
তবে অস্ট্রেলিয়া যদি ভারতকে হারায়ও, তাহলেও আফগানরা সেমিফাইনালে পৌঁছতে পারে। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে এক রানে জিতলে বাংলাদেশকে অন্তত ৩৬ রানেই হারাতে হবে
নাজমুল হোসেন শান্তরা এখনও একটিও ম্যাচ জিততে পারেনি। তবে আফগানিস্তানের জয়ে কিন্তু বাংলাদেশর আশাও জেগে উঠেছে। যদিও অঙ্কটা তাদের জন্য বেশ জটিল।
অস্ট্রেলিয়া যদি ভারতের বিরুদ্ধে জয় পায়, তাহলে আফগানদের হারিয়েও বাংলাদেশের লাভ হবে না। তাঁদের নেট রান রেট -২.৪৮৯। ভারত অজ়িদেরকে ৫৫ রানে হারালে বাংলাদেশকে অন্তত ৩১ রানে (প্রথমে ব্যাট করা দল ১৬০ রান তুললে) আফগানিস্তাকে হারাতে হবে। তবেই শান্তরা সেমিতে পৌঁছতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -