T20 World Cup 2024: রেকর্ড অঙ্কের পুরস্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে কত ঢুকবে বিজয়ী দলের পকেটে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বিরাট অর্থ পুরস্কারমূল্য ঘোষণা করেছে আইসিসি। যা ভারতীয় টাকার অঙ্কে ৯৩ কোটি ৫০ লক্ষ টাকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটি-টোয়েন্টি বিশ্বকাপে এবার যে দল চ্যাম্পিয়ন হবে, তারা মোট ২০ কোটি ৩৬ লাখ টাকা পুরস্কারমূল্য পাবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার মোট ২০টি দল অংশ নিয়েছে। ভারতীয় মুদ্রায় ১ কোটি ৮৭ লাখ টাকা পাবে শেষ আটটি স্থানে থাকা দল।
প্রায় ২ কোটি ৬০ হাজার টাকা পুরস্কারমূল্য পাবে নয় থেকে ১২ নম্বর স্থানে থাকা দলগুলো।
সেমিফাইনালে যে দুটো দল হেরে যাবে, সেই দলগুলো ৬ কোটি ৫৪ লাখ টাকা করে পাবে।
আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছে। যুক্তরাষ্ট্রে ক্রিকেটের প্রসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছিল। সেই হিসেবে স্টেডিয়ামে দর্শক পরিপূর্ণ করাই এখন বড় লক্ষ্য উদ্যোক্তাদের।
টুর্নামেন্টের দ্বিতীয় স্থানে ওঠা দলগুলিকে পুরস্কার অর্থ হিসেবে দেওয়া হবে প্রায় ৩ কোটি ১৮ লক্ষ টাকা। এত মোটা অঙ্কের পুরস্কার কোনও ফ্র্যাঞ্চাইজি লিগেও দেওয়া হয় না।
গত ১ জুন থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৯ জুন টুর্নামেন্টের ফাইনাল। আগামী ৫ জুন ভারত প্রথম ম্য়াচে খেলতে নামবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -