Shah Rukh Khan: কখনও কখনও স্বার্থপর হওয়াও জরুরি, কেন এই পরামর্শ শাহরুখের ?
অভিনেতা হিসেবে আকাশছোঁয়া খ্যাতি শাহরুখের। একজন মানুষ হিসেবেও তিনি অসাধারণ।(ছবি ঋণ - পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিয়মিত বই পড়ার অভ্যাস রয়েছে কিং খানের। মাঝেমধ্যে বিভিন্ন শো-তে দামি পরামর্শও শোনা যায় তাঁর মুখে। (ছবি ঋণ - পিটিআই)
তেমনই এক শো-তে স্বার্থপর হওয়ার পরামর্শ দিলেন শাহরুখ খান।(ছবি ঋণ - পিটিআই)
তাঁর কথায়, তিনি একটি ব্যাপারে খুব স্বার্থপর। সকালে ঘুম থেকেই অন্যের সম্পর্কে চিন্তা না করাই ভাল।(ছবি ঋণ - পিটিআই)
বরং নিজের সম্পর্কেই শুধু ভাবা উচিত। নিজের কীসে ভাল হয়, উন্নতি হয়, সেদিকে মন দেওয়া উচিত।(ছবি ঋণ - পিটিআই)
নিজের কথা ভাবতে হবে যাতে অন্যরা আপনার সম্পর্কে খারাপ কিছু ভাবার সুযোগ না পায়।(ছবি ঋণ - পিটিআই)
নিজের সম্পর্কে শুধু ভাল কথা ভাবার পরামর্শ দিচ্ছেন শাহরুখ। (ছবি ঋণ - পিটিআই)
তাঁর কথায়, অন্যেরা হেরে যাক সেটা ভাবার দরকার নেই। শুধু নিজে কীভাবে জিতব সেটাই ভাবতে হবে।(ছবি ঋণ - পিটিআই)
এইভাবেই নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সম্ভব বলে জানাচ্ছেন শাহরুখ।(ছবি ঋণ - পিটিআই)
এই ব্যাপারেই শাহরুখ নিজে স্বার্থপর। অন্যদেরও তাই হতে পরামর্শ দেন তিনি।(ছবি ঋণ - পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -